সাভারে ২৪ ঘণ্টায় ৫ মরদেহ উদ্ধার
ঢাকার সাভারে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সাভার মডেল থানার পরিদর্শক মমিনুল ইসলাম (তদন্ত) এ তথ্য নিশ্চিত করেন।
পাঁচ মরদেহের মধ্যে দুর্বৃত্তরা এক নারীকে গলাকেটে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বাকি চারজন আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে বিউটি আক্তার নামে নিহত ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিউটি আক্তারের (৩০) বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামে।
ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বিউটি আক্তার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। সকালে প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে নিজ কক্ষে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ওই নারীকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে বলে জানা গেছে। তবে এঘটনায় এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে, গতকাল সোমবার আরও দুই নারী ও দুই পুরুষসহ চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাইশ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই ইউনিয়নের ভরারী এলাকায় আরেকটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একই দিন উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবক ও বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ২৩ বছর বয়সী এক যুবকের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক মমিনুল ইসলাম (তদন্ত) বলেন, সকালে এক নারীকে হত্যার ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে আলাদা ঘটনায় আরও জনের মরদেহ সাভারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। চারজনেই আত্মহত্যা করেছেন। চারটি ঘটনায় থানায় গতকাল সোমবারই অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আরএ