কৃষি জমি ভরাট: ডিএসসিসির অভিযান, ২ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে বালি কৃষি জমি ভরাট করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় কৃষি জমিতে বালি ভরাট কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ এবং বালি ভরাট কাজে ব্যবহৃত ৪০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালি এলাকায় সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার যৌথ নেতৃত্বে কষি জমি ভরাটকারির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে কৃষি জমি অত্যন্ত মূল্যবান। তাই অবৈধভাবে বালি উত্তোলন করে কৃষি জমি ভরাট বন্ধে সরকার বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ প্রণয়ন করেছে। এ ছাড়াও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। তাই কৃষি জমি ও কৃষকের স্বার্থ রক্ষায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নির্দেশনায় আমরা গত বছরও এখানে অভিযান পরিচালনা করেছিলাম। এ বছরও আমরা অভিযান শুরু করেছি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, ‘ভূগর্ভস্থ থেকে বালি উত্তোলনের ফলে পানি এবং পরে বালিতে ধানী জমিগুলো নষ্ট হচ্ছে। আমাদের ধানী জমিগুলো উর্বরতা হারাচ্ছে। ফলে অবৈধভাবে বালি উত্তোলনের মাধ্যমে জমি ভরাট করায় আমরা 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ নম্বর ধারা এবং 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯' অনুযায়ী আজ আমরা জরিমানা করেছি।’
গত বছরের ফেব্রুয়ারি মাসেও ফকিরখালিতে ডিএসসিসি টানা কয়েকদিন অভিযান পরিচালনা করে। সেই সময় অবৈধভাবে বালি ভরাটের দায়ে তিনটি ড্রেজার মেশিন ও দুই হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করে তা স্পট নিলামে ৫ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
আরইউ/এসআইএইচ