পল্লবীতে ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী নিহত
রাজধানীর পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে ছুরিকাঘাতে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রায়হান (২৬)। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর রাতে মো. রায়হানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রাজু মিয়া বলেন, ‘আমার ছেলে গার্মেন্টসে চাকরি করে। রাত ৯টার দিকে আমার আরেক ছেলের জন্য ওষুধ আনতে যায় রায়হান। পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে গেলে ছিনতাইকারীরা তার পথরোধ করে। তার কাছে থাকা গার্মেন্টসের বেতনের টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে রায়হান বাধা দেওয়ায় তার পেটে এলোপাথারি ছুরিকাঘাত করে ফেলে যায় তারা।’
তিনি আরও বলেন, ‘আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত রায়হান পল্লবীর ১১ নম্বর সেকশনের পলাশ নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
এ বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘পল্লবী থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রায়হান নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
নিহতের বাবা ছিনতাইকারীর ছুরিকাঘাতের কথা বললেও পুলিশ বলছে পূর্বশত্রুতার কথা। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) আহাদ আলী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা হলে তার কাছে থাকা মোবাইল-মানিব্যাগ নিয়ে যেত। আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে তাকে ফোনে ডেকে নিয়ে কেউ হত্যা করেছে। তদন্ত করছি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এএইচ/এসএ/