বৃষ্টি আর যানজটে নাকাল রাজধানীবাসী
হঠাৎ বৃষ্টির কারণে রাজধানীর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টি আর যানজটে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে রাজধানীর বিভিন্নস্থানে হালকা বৃষ্টি হয়, যা এখনো চলমান রয়েছে।
এ বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্নস্থানে সাধারণ মানুষকে যানজটের কবলে পড়তে হয়েছে বলে জানিয়েছেন একাধিক বাসের যাত্রী।
সাধারণ পথচারী ও যাত্রীদের অভিযোগ, আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আগে থেকেই রাজধানীর অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে রাস্তায় যানজট দেখা দিয়েছে। তাদের দাবি, নির্দিষ্ট সময়ে অথবা রাতে যদি এসব সড়ক বন্ধ করতো তাহলে হয়তো যানজটের কবলে পড়তে হতো না।
এদিকে ট্রাফিক পুলিশ বলছে, বৃষ্টির কারণে সঠিক মতো রাস্তার লেন না চলায় একটু যানজট দেখা গেছে। ট্রাফিক পুলিশের দাবি, যানজট নিরসনে তারা কাজ করছেন।
কথা হয় বাংলামোটর থেকে মিরপুরের পথচারী সুমন মিয়ার সঙ্গে তিনি বলেন, গুলিস্থান থেকে পায়ে হেঁটে বাংলামোটর পর্যন্ত এসেছি, রাস্তায় প্রচুর যানজট। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের রাস্তা বন্ধ এজন্য হয়তো বেশি যানজট লেগে আছে।
কাওরানবাজার মোড় এলাকায় কথা হয় মোহাম্মদপুরের যাত্রী আবু তালেব মিয়ার সঙ্গে। তিনি বলেন, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও গুলিস্থান মৎস্যভবন এলাকার সব রাস্তা বন্ধ। একদিকে বইমেলা অন্যদিকে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য সব রাস্তা বন্ধ করা হয়েছে যার কারণে দুর্ভোগের শিকার হচ্ছি আমরা।
দায়রা জজ কোর্ট থেকে কারওয়ান বাজার এসেছেন যাত্রী ফয়সাল আহমেদ। তিনি বলেন, ভেবেছিলাম আগামীকাল একুশে ফেব্রুয়ারি, এজন্য একটু কোর্টের কাজ করতে গিয়েছি। ফেরার পথে প্রচুর যানজটে পড়লাম।
মিরপুর থেকে কাওরান বাজারে এসেছেন পথচারী লাবু মিয়া। তিনি বলেন, সংসদ ভবনের আশেপাশের কয়েকটি রাস্তা বন্ধ, আড়াই ঘণ্টা লেগেছে আজ মিরপুর থেকে আসতে।
মিরপুর থেকে বাসে আজিমপুর এসেছেন পথচারী আরিফ হোসেন। তিনি অভিযোগ করে বলেন, আজ রাজধানীর বিভিন্নস্থানে অনেক যানজট এবং বৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে কথা হয় বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আক্তার হোসেনের সঙ্গে। তিনি বলেন, শুধু আমাদের বাংলামোটর এলাকায় যানজট এ কথা সঠিক না। কারওয়ান বাজার থেকে শুরু করে মহাখালী পর্যন্ত এ যানজট রয়েছে। রাস্তার লেন যদি না চলে তাহলে যানজট থাকে।
আজ এই রাস্তায় এতো যানজট কেন এমন প্রশ্নের জবাবে শাহবাগ মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমাম হোসেন বলেন, যানজট নিরসনে আমরা তো সব সময় কাজ করছি। বৃষ্টির কারণে যানজট লেগে গেছে। তিনি বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা খোলা থাকে তাহলে এখানের যানজট কম হয়। যেহেতু একুশে ফেব্রুয়ারি আমাদের একটি জাতীয় বিষয় এজন্য নিরাপত্তার স্বার্থে এ সমস্ত এলাকার রাস্তাঘাট বন্ধ রয়েছে, যার প্রভাব সারা ঢাকাতে পড়েছে।
গুলিস্তান মোড়ে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট তৌফিক ইলাহী বলেন, একদিকে বইমেলা অন্যদিকে বৃষ্টি। যার কারণে আশে পাশের রাস্তায় একটু যানজট বেশি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দু’দিন ধরে হালকা নিম্নচাপ থাকতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে।
কেএম/আরএ/