পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল দাবি করে ওয়াসাকে চিঠি
পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। ১৩ ফেব্রুয়ারি ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ওয়াসাই সংগঠনটিকে রবিবার (২০ জানুয়ারি) আলোচনায় ডেকেছিল।
রাজধানীর ওয়াসা ভবনে এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এই চিঠি হস্তান্তর করেন নাগরিক সমাজের আহবায়ক মহিউদ্দিন আহমেদ। সংগঠনটির ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দুপুর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত আলোচনা চলে।
সভা থেকে বের হয়ে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি আরও বেশ কিছু দাবি তুলে ধরেছি। কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
সংগঠনটি অন্য যে দাবিগুলো চিঠিতে তুলে ধরেছে সেগুলো হলো-মানসম্পন্ন নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ, সেবা প্রদানে অনিয়ম দুর্নীতি ও গাফিলতি বন্ধ, ঢাকা ওয়াসার অডিট রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা, উৎপাদন খরচ ও সরবরাহ সম্পর্কে নাগরিকদের আগেই অবগত করে গণশুনানির মাধ্যমে মূল্যবৃদ্ধি ব্যবস্থা প্রভৃতি।
গত ৯ ফেব্রুয়ারি ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসা এমডি তাকসিম এ খান বলেন, পানির দাম ২০ শতাংশ বাড়ানোর জন্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। ভর্তুকি কমাতেই এ সিদ্ধান্ত নিতে হচ্ছে জানিয়ে তাকসিম এ খান বলেন, এক্ষেত্রে সরকার যদি আরও বেশি দাম বাড়াতে চায় সেটা তারা পারবে। ওয়াসার কোনো আপত্তি নেই।
২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত মোট ১৪ বার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িযেছে ঢাকা ওয়াসা।
আরইউ/