আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আরিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টার্নেশনাল ক্লোথিং কারখানা থেকে ঝুটের মালামাল বের করছিলেন ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ঝুট ব্যবসায়ী যুবলীগ নেতা কাইয়ুম ও তার কর্মচারীরা। এ সময় স্থানীয় আমিন মাদবর, সবুজ, রাজু, আরাফাত ও সিজানের নেতৃত্বে ২০-২৫ জন এসে ঝুট ব্যবসায়ী ও তার লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় কোরাল, দা, ছেনি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হন ঝুট ব্যবসায়ী কাইয়ুম ও তার লোকজনসহ অন্তত ১০ জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।
এ বিষয়ে ঝুট ব্যবসায়ী ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, গত ৪ বছর ধরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি ঝুটের ব্যবসা করছেন। তার ব্যবসা দখল করতে বিভিন্ন সময় ঝুটের মালামাল পরিবহনে বাধা দিয়ে আসছিল একটি চক্র। রবিবার সকালে কারখানা থেকে ঝুটের মালামাল বের করার সময় তিনিসহ তার লোকজনের উপর হামলা করে আমিন মাদবর, সবুজ, রাজু, আরাফাতসহ সন্ত্রাসীরা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ