কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি ও দুষ্কৃতকারীরা যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সেজন্য আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার ঢাকাপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, নিউমার্কেট, টিএসসি, পল্টন, আজিমপুর, পলাশী মোড়, আনন্দবাজার, সেগুনবাগিচা ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে। যা একুশে ফেব্রুয়ারি রাত পর্যন্ত চলবে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভিআইপি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক পাল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। তাছাড়া নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, বোম ডিপোজিট টিম, এসবির স্পেশাল টিম, ফায়ার সার্ভিস ও মোবাইল টিম থাকবে। যাতে করে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার স্বার্থে এ তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে থানা এলাকার সন্দেহজনক জায়গার অলিতে-গলিতে ও বাড়িতে আমরা তল্লাশি করছি যা চলমান থাকবে।
মওদুত হাওলাদার আরও বলেন, তাছাড়া সংশ্লিষ্ট এলাকায় আমাদের থানা পুলিশের বিশেষ টিম বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। দুষ্কৃতকারীরা যাতে কোনোভাবে কোনো ধরনের নাশকতা না করতে পারে সে বিষয়ে লক্ষ্য রেখে আমরা কাজ করছি।
কেএম/আরএ