ড্রোন দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হবে: মেয়র আতিক
প্রথম বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার খালগুলো নিজস্ব ঠিকানা পেতে যাচ্ছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) খালের সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার বসানোর কাজ শুরু করবে ডিএনসিসি। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনসিসি এলাকার খালের সীমানা চিহ্নিত করার কাজ শুরু হতে যাচ্ছে। ড্রোনের সাহাজ্যে সিএস জরিপ ও আরএস জরিপ ধরে খালের সীমানায় উঠানো হবে স্থায়ী পিলার।
ঢাকাপ্রকাশকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ঢাকাপ্রকাশ: ওয়াসার নিকট থেকে খাল বুঝে পাওয়ার পর একাধিকবার উচ্ছেদ অভিযান করেছেন। কোথাও কোথাও আবার দখল হয়ে গেছে। খাল নিয়ে স্থায়ী পরিকল্পনা আছে কি না?
আতিকুল ইসলাম: মাস্টার-প্লানে আছে অবশ্যই খালের সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতদিন খালের ঠিকানা ছিল না। যে যেভাবে পারছে দখল করেছে। সেই সুযোগ বন্ধ হবে। আমাদের পরিকল্পনা আছে খালের সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণ এবং সাইকেল লেন করা। থাকবে সুবজের সমাহার।
ঢাকাপ্রকাশ: আগেও অনেকবার উচ্ছেদ হয়েছে আবার দখল হয়ে যায় এ বিষয়ে স্থায়ী কোনো পরিকল্পনা আছে কি না?
আতিকুল ইসলাম: আমরা এবারই প্রথম সীমানা পিলার দিয়ে দিচ্ছি। এখন আর এখানে কেউ ঘর বাড়ি করতে পারবে না। আমরা জানি সীমানা পিলার লাগাতে গেলে অনেক চ্যালেঞ্জ আছে। কেউ বলবে আমার সীমানার মধ্যে পড়েছে। অনেকে প্রভাব খাটাতে চাইবে। সেজন্য আর্মিকে দিয়েছি। তারা ড্রোনের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেবে।
প্রথমবারের মতো খালের সীমানায় পিলার বসানো হবে। সীমানার ভেতরে যাদের বাড়ি আছে তাদের চলে যেতেই হবে। স্বেচ্ছায় যাক আর সিটি করপোরেশনের বুলডোজারে যাক; চলে কিন্তু যেতেই হবে। স্বেচ্ছায় গেলে ভালো, না হলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে। আমি তো আমার বাড়ি করব না, বা অন্য কারও বাড়ি করব না। এটা সরকারের খাল। এটা ছেড়ে যেতেই হবে।
ঢাকাপ্রকাশ: এই কাজ করতে অর্থায়ন কারা করবে?
আতিকুল ইসলাম: এটা অনেক টাকার দরকার। আমরা শতভাগ নিজের টাকায় করছি। এতে রাজস্বের উপরে অনেক চাপ আসছে। জনগণের করের টাকা দিয়েই এই কাজ করতে হচ্ছে। খালকে দখলমুক্ত করা, খালের প্রবাহ ফিরিয়ে আনা পুনঃখনন করা, সাইকেল লেন করা অনেক কাজ আছে। সরকারি প্রতিষ্ঠান বিআইডব্লিউএমকে বলেছি সীমানা নির্ধারণ করে এই ওইকল খালের গভীরতা কত হবে সেটি নির্ধারণ করে দিতে হবে। ডিএনসিসি এলাকার পুরো প্রজেক্ট বিআইডব্লিউএম করে দেবে।
ঢাকাপ্রকাশ: কবে থেকে এই কাজ শুরু করতে যাচ্ছেন?
আতিকুল ইসলাম: বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড খালের সীমানা নির্ধারণের মাধ্যমে কাজ শুরু হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত থেকে সীমানা নির্ধারণী পিলার স্থাপনের কাজ উদ্বোধন করবেন। পিলার বসানোর পর আর কেউ ভেতরে আসতে পারবে না।
এসএম/এমএমএ/