কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাজছে সদর দপ্তর
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এবার সংস্থাটি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে সংস্থাটির সদর দপ্তর।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কোস্ট গার্ড সদর দপ্তরে সরেজমিনে গিয়ে সাজানোর এ দৃশ্য দেখা যায়।
এবার বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করা হবে। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারিতে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। তবে এবার কারণবশত আগামীকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পালন করা হবে। উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পাচ্ছেন ৪০ কোস্ট গার্ড সদস্য।
কোস্ট গার্ডের সদর দপ্তরে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশে ভেতরের কার্যালয় এবং বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। আশে পাশের রাস্তা বিভিন্নভাবে সাজানো হয়েছে। সেই সঙ্গে কোস্ট গার্ডের বিলবোর্ডে (নেমপ্লেট) করা হচ্ছে বিভিন্ন নকশার কাজ।
কোস্ট গার্ডের একটি সূত্র জানায়, এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এবার ৪০ সদস্যকে পদক দেওয়া হচ্ছে বলে ঢাকাপ্রকাশকে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।
আব্দুর রহমান বলেন, আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।
তিনি বলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। এ ছাড়া উপস্থিত থাকবেন আমন্ত্রিত অন্যান্য সামরিক ও বেসামরিক অতিথিরা।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।
তাছাড়া এই সংস্থাটি নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।
২০২১ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য আটক, ২ হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মৎস্য ও অবৈধ জাল, ১৩৭ কোটি ১৯ লাখ টাকার অবৈধ মাদক এবং ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে।
এ ছাড়া করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এমএইচ/আরএ