আশুলিয়ায় ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আশুলিয়ায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ আলী নামের একজনকে আটক করেছে ডিবি উত্তর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, হানিফ আলী মাদক ব্যবসা করত। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ভিত্তিতে রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলের টায়ারের ভিতর ইয়াবার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের সামনে অবস্থান নেন ডিবি পুলিশ উত্তরের এস আই জহিরুল ইসলাম। এসময় ইয়াবা ব্যবসায়ী হানিফ আলী ইয়াবাসহ মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে মোটরসাইকেলের টায়ারের ভিতর থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
পরে তার বিরুদ্ধে রাতেই আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, মাদক কারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক, তাদের কোনো না কোনো সময় আইনের আওতায় আসতে হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানতে চাইলে আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ/টিটি