নিরাপদ সড়ক আন্দোলনে ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীরা
নিরাপদ সড়ক আন্দোলনে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের একটি অংশ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়ে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার গণভবনে গিয়ে স্মারকলিপি দেবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।
দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী নীলক্ষেত মোড় অবরোধ করেন। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা ৪০ মিনিটের দিকে তারা রাস্তা ছেড়ে দেন।
সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য প্রজ্ঞাপন দিয়ে অর্ধেক ভাড়া নিশ্চিত ও বিআরটিসি বাস শিক্ষার্থীদের জন্য ফ্রি করা; সব গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য অবাধ-নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও ট্রাফিক আইনের বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিষয়টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা; সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, আহত-ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসাসহ সব দায়িত্ব নেওয়া;
দুর্ঘটনার জন্য দোষী চালক ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত স্থাপন; প্রতিটি গণপরিবহনের ভেতর দৃশ্যমান স্থানে ড্রাইভিং লাইসেন্সের কপি ও গাড়ির নম্বরপ্লেট স্থাপন, সারা দেশে ট্রাফিক ব্যবস্থা স্বয়ংক্রিয়করণ ও আধুনিকায়ন এবং পরিবহন খাতে দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সব বেসরকারি বাস-ট্রাক-সিএনজি-ট্যাক্সির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার।
শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলো ঘোষণা করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ইসমাইল সম্রাট। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে দাবি না মানা হলে স্মারকলিপি নিয়ে গণভবনে যাব। আশা করছি, সরকার দাবি মেনে নেবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এপি/এসএন