সাবেক স্বামীর ছোড়া এসিডে মানিকগঞ্জের সাথীর মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়ার ফেরাজীপাড়ায় দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রী সাথী আক্তারকে (১৮) এসিড দিয়ে ঝলসে দিয়েছে।
গত ১২ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে বুধবার রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্বামী মো. নাঈমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের ভাই সোহেল বলেন, ‘গত ২৯ জানুয়ারি রাত একটার দিকে আমাদের বাড়িতে তার নিজ রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্বামী নাঈম তার উপর এসিডে ছুড়ে মারলে তখন তার মুখমন্ডল ও শীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ৩০ জনুয়ারি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।’
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাথী আক্তার।
তিনি আরও জানান, নাঈম এর সঙ্গে সাথীর দুইবছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করতে থাকে এবং বিভিন্ন সময় যৌতুক চেয়ে বাড়িতে পাঠিয়ে দেয় েএবং টাকা দাবি করে। পরে ৫ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স ও হয়ে যায়। তারপর থেকেই সাথী মানিকগঞ্জের সাটুরিয়ার ফেরাজীপাড়ায় তার বাবার বাড়িতেই থাকেন।
গত ২৯ জানুয়ারি রাতে বাবার বাড়ি ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড ছুড়ে মারে। এতে মুখ, বুক, গলা, হাত ঝলসে যায় এবং একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সাথী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহতের গ্রামের বাড়ি, মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার, ফেরাজি পাড়ার, আবদুস সাত্তারের মেয়ে। সাথী দুইভাই দুইবোনের মধ্যে দ্বিতীয় ছিল। তার সাবেক স্বামী নাঈম হোসেন নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি মানিকগঞ্জ সদরের বেতিলা গ্রামে।
এএইচ/এমএমএ/