ধানমন্ডিতে ‘আয়নাঘর’ সন্দেহের সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে

ধানমন্ডিতে ‘আয়নাঘর’ সন্দেহের সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে। ছবি: সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে গত ৫ ফেব্রুয়ারি রাতভর অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনার পর, পাশের নির্মাণাধীন ‘সিআরই’ ভবনে একাধিক গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। বলা হচ্ছিল, ওই ভবনের বেজমেন্টে "আয়নাঘর" রয়েছে এবং পানি নিষ্কাশন করলে আরো কিছু খুঁজে পাওয়া যেতে পারে।
এরই প্রেক্ষিতে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে ওই ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরানোর জন্য।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, বৃষ্টির পানি জমে থাকার কারণে ওই বেজমেন্টে পানি রয়েছে। তিনি বলেন, “এখানে দুটি বেজমেন্ট রয়েছে এবং প্রায় আড়াই লাখ লিটার পানি রয়েছে। এই পানি পুরাতন বলে মনে হচ্ছে না।”
তিনি আরও জানান, “আমরা শুধুমাত্র পানি সরিয়ে দিচ্ছি, এর বাইরে এখানে কিছু অস্বাভাবিক বা রহস্যজনক কিছু আমরা খুঁজে পাচ্ছি না।”
এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ ভবনের পানির স্তর হ্রাস করতে কাজে ব্যস্ত রয়েছেন, তবে ভবনের তলদেশে আরও কোনো লুকানো বিষয় আছে কিনা, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
