বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

৯৯৯ এর মাধ্যমে ঢাকায় ট্রাফিক সেবা চালু

জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ মিলবে আংশিক ট্রাফিক সেবা। ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ্য করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবি-দাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট, অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ ও সীমিত হয়ে যায়।

ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়। এক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারসন দিয়ে যানবাহনগুলোকে বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃক কিছু বিষয় সংক্রান্তে তথ্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।

১. বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের দাবি দাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিভিন্ন কারণে যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ ও সীমিত হয়ে গেছে।

২. বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন ক্যাবল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন, মেরামতের কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত ও বন্ধ হয়ে গেছে।

৩. রাস্তার পার্শ্ববর্তী ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া ইত্যাদি কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত ও বন্ধ হয়ে গেছে।

৪. বিভিন্ন কারণে যে সকল রাস্তায় সংঘর্ষ ও মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়েছে।

৫. এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যে সকল রাস্তায় যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করে থাকে সে সংক্রান্ত তথ্য ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নগরবাসীদের ৯৯৯-এ ফোন করে উল্লিখিত বিষয়ে তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ডিএমপির পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

Header Ad
Header Ad

লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা!

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ‘হামলার মুখে’ পড়েছেন বলে খবর পাওয়া গেছে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান এবং সেই সঙ্গে ভারতের জাতীয় পতাকা ছেঁড়া হয় বলে অভিযোগ উঠেছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর এই হামলা চেষ্টার নেপথ্যে রয়েছেন খলিস্তানপন্থিরা। বুধবার (৫ মার্চ) রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থিরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার ওপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েকজন খলিস্তানপন্থি জয়শঙ্করের কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও, কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যান তারা।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জয়শঙ্করের মতো ‘ভিভিআইপি’র নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এই ঘটনায়। এর নেপথ্যে খলিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল। লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে এসএফজের বিরুদ্ধে।

এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভ সত্ত্বেও, জয়শঙ্কর তার কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সাথে দেখা করেছেন।

Header Ad
Header Ad

ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র ১৫ মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস কোনো তথ্য দেয়নি। তবে আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

এর আগে, গতকাল (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।

দুই দিনের ব্যবধানে রাজধানীর দুটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Header Ad
Header Ad

রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। ব্যবসায়ীদের সঙ্গে চার দফা বৈঠক করেও সংকট না কাটায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, “এবার আমি দেখতে চাই রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেলের সরবরাহ যদি স্বাভাবিক না হয়, তাহলে গুদামে গুদামে অভিযান চালানো হবে।”

মঙ্গলবার (৫ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে টাস্কফোর্সের সভায় জেলা প্রশাসক বলেন, “এ মিটিংই শেষ মিটিং। টিকে বা সিটি গ্রুপের মালিকদের যদি জেল দেওয়া হয়, তাহলে তাদের সম্মান থাকবে কি? প্রয়োজনে ছাত্র সমন্বয়কদের নিয়ে অভিযানে নামবো।”

তিনি ব্যবসায়ীদের ভোক্তাদের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, “ব্যবসায়ীদের যে সম্মানের জায়গা রয়েছে, তা কাজের মাধ্যমে রক্ষা করুন। না হলে সরকার রাষ্ট্রীয় পদ্ধতিতে ব্যবস্থা নেবে।”

সভায় খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়—

আমদানিকারক পর্যায়ে: প্রতি লিটার ১৫৩ টাকা
ট্রেডার্স পর্যায়ে: প্রতি লিটার ১৫৫ টাকা
খুচরা পর্যায়ে: প্রতি লিটার ১৬০ টাকা

এই দাম ১০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক খাতুনগঞ্জের বাজার পরিদর্শন করেন এবং সেখানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখতে পান।

মেয়র বলেন, “রমজানকে ঘিরে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। নির্ধারিত দামের বাইরে কেউ তেল বিক্রি করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যবসায়ীদের কারসাজি রোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা বাজার নিয়ন্ত্রণে কাজ করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা!
ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি
আ.লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: ড. ইউনূস
জাবিতে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী এক ভুয়া শিক্ষার্থী আটক
ভারতের পরবর্তী টার্গেট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর
মিয়ানমার থেকে ফিরলেন ৫৬ বাংলাদেশি জেলে
রোজাদারের জন্য যেসব কাজ মাকরুহ
রাজধানীর ভাষানটেকে বস্তিতে আগুন
সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার  
৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান-মামুন  
বসুন্ধরা এলাকায় হামলা নিয়ে যা বললেন সারজিস আলম  
ইসরায়েলি পার্লামেন্টে ধস্তাধস্তি, দুই জন আহত  
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র  
প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল  
সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন  
প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড  
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ তালুকদারের পদ স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়: স্নাতক পাশ না করেও পেল প্রথম শ্রেণীর চাকরী