সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই দুটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসনসংখ্যা কমানোর বিষয়ে আলোচনার জন্য তারা ঢাবি উপ-উপাচার্যের (শিক্ষা) কাছে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রুম থেকে বের হয়ে যেতে বলেন। তাদের স্মারকলিপি দেওয়ার ২১ দিন পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই অবরোধের পথ বেছে নিয়েছেন।
৫ দফা দাবি:
শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে উপ-উপাচার্যের ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। দাবিগুলো হলো:
১. ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর করতে হবে।
২. সীমিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তি: শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বজায় রাখা: প্রয়োজন অনুযায়ী শিক্ষক বাড়িয়ে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
৪. ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং চালু: নীতিমালা আরও কঠোর করার দাবি জানানো হয়েছে।
৫. ভর্তি ফির স্বচ্ছতা: মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখার ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে আন্দোলনের ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।