ঐশ্বরিয়া ও অভিষেকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নানা চর্চা চলে। এমনকি আলোচনা বিচ্ছেদ পর্যন্তও গড়ায়। বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে একসঙ্গে দেখা গেল এবার বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। তাদের সঙ্গেই ছিলেন মেয়ে আরাধ্যা। এমন পরিস্থিতিতে বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলে দিলেন জুনিয়র বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দুজনে। এবার সেই গুঞ্জনে ইতি টানলেন এ দম্পতি।
কলকাতা২৪/৭ সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন৷ দীর্ঘদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে৷ সেই গুঞ্জনে এবার ইতি টানলেন বলিউডের এই পাওয়ার কাপল৷ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দু’জনে। আয়েশা ঝুলকা, অনু রঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটির সঙ্গে পোজও দিলেন হাসিমুখে। পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও৷
দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি অভিষেক ও ঐশ্বরিয়াকে৷ বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছিল রাই সুন্দরীর৷ সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার নামের পাশ থেকে উধাও হয়েছিল বচ্চন পদবি৷ এদিকে নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষা৷ কিন্তু এতদিনের জল্পনায় রীতিমতো পানি ঢাললেন জুনিয়র বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী৷ তারা একফ্রেমে ধরা দিতেই ভাইরাল হলো অ্যাশ-অভির ছবি৷
ফিল্ম প্রযোজক অনু রঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে করে লিখেলেন—অনেক ভালোবাসা ও উষ্ণতা। ফিল্ম প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে অতিথির সঙ্গে ছবি তুলছেন বচ্চন দম্পতি। অভিনেত্রী আয়েশা ঝুলকাও পার্টির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷ অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা।
এর আগে আরাধ্যার জন্মদিনেও কাছাকাছি এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। মেয়ে ১৩তম জন্মদিনও একসঙ্গে সেলিব্রেট করেছিলেন তারা। নেটিজেনরা অবশ্য প্রাথমিকভাবে মনে করেছিলেন, মেয়ের জন্মদিনের পার্টিতে যাননি অভিষেক৷ কিন্তু পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া ও অভিষেককে৷
তাদের সাম্প্রতিক ছবি দেখে বোঝা দায়, তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মান-অভিমানের পালা মিটিয়ে ফেলেছেন রাই সুন্দরী ৷ আবার এটিও হতে পারে আদৌ হয়তো কোনো দূরত্বই তৈরি হয়নি৷ সবটাই ছিল জল্পনা৷
উল্লেখ্য, ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক ও ঐশ্বরিয়া৷ ২০১১ সালে তাদের জীবনে আসে মেয়ে আরাধ্যা৷