শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজধানীতে আতশবাজি-ফানুশ বন্ধে মোবাইল কোর্ট

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে আতশবাজি ও ফানুশ উড়ানো বন্ধ রাখতে সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, "গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করছি যেন স্ক্রলের মাধ্যমে জনগণকে জানানো হয়, আজকের সন্ধ্যার পর রাজধানীতে কোন আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হবে।"

পরিবেশের সুরক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "নাগরিকদের সচেতন হতে হবে এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।"

পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনায় পতিত হয়।

ফুলারটন পুলিশ জানিয়েছে, নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে। আহত ১৮ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকি আটজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি কীভাবে বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলো এবং নিহতরা বিমানের আরোহী ছিলেন কি না। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ভবনের ছাদে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ জানান, “আমরা একটি বিকট শব্দ শুনি, এরপর সবাই আতঙ্কে দৌড়ে বের হয়ে যাই।”

 

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০, যা ছোট আকৃতির এবং চারজন ধারণক্ষম।

উল্লেখ্য, গত নভেম্বরে একই বিমানবন্দরে অন্য একটি দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন।

Header Ad
Header Ad

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ফাইল ছবি

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে এ ভূমিকম্প ঘটে।

কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান।

এই ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকা ছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও এর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

Header Ad
Header Ad

চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বলা হচ্ছে, হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে।

চীনের জাতীয় রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাব এবং রোগনিয়ন্ত্রণ সংস্থাগুলোর জন্য বিশেষ রিপোর্টিং এবং যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হবে।

জানা যাচ্ছে, ডিসেম্বর ১৬ থেকে ২২ তারিখের মধ্যে তীব্র শ্বাসযন্ত্রের রোগের সংখ্যা বাড়ার তথ্যও পাওয়া গেছে। বিশেষত ১৪ বছরের কম বয়সি শিশুদের মধ্যে HMPV সংক্রমণ বাড়ছে। চিনের উত্তরাঞ্চলে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, HMPV মোকাবিলায় অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারে সাবধান থাকতে হবে, কারণ এই ভাইরাসের এখনও কোনও ভ্যাকসিন নেই।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সার্স-কোভ-২ (কোভিড-১৯) নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়,ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯সহ একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি হচ্ছে চীন। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও জানান, শীত ও বসন্তে চীনে মানুষজনকে নানা ধরনের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায়। তবে তিনি জানান, এ সংখ্যা গত বারের চেয়ে কম হবে। কিন্তু গত ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চীনের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী দেখা গেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
চীনে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণঘাতী ভাইরাস, নেই কোনো টিকা
খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি আল-আকসার ইমাম
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জেঁকে বসেছে শীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ৪ প্রাণ, আহত ২০
মধ্যরাতে ডাকসু নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে অপচয়ের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান
স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম