খিলগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: আহত যাত্রী, জড়িতদের শনাক্তে তৎপর পুলিশ
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের জানালা লক্ষ্য করে একদল দুর্বৃত্ত পাথর ছোড়ে। এতে কয়েকজন যাত্রী আহত হন। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, যমুনা এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়ার পর তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ট্রেনের জানালা লক্ষ্য করে একাধিক পাথর নিক্ষেপ করে। যদিও রেলওয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে।
ওসি আরও জানান, তিলপাপাড়া এলাকায় গত ৩০ নভেম্বর একটি সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হন। সেই ঘটনায় ৪ ডিসেম্বর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার জেরে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তিনি জামিনে মুক্তি পান। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ হিসেবে কিছু যুবক এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।
এদিকে, ট্রেনে পাথর নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, পাথর নিক্ষেপের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তুচ্ছ কারণেও অতীতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা যাত্রীদের জন্য মারাত্মক বিপজ্জনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।