শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কাকরাইল ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারার আওতায় আগামীকাল শনিবার (২ নভেম্বর) থেকে কাকরাইলের পাইওনিয়ার রোড এবং পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন বিজয়নগর এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ মশাল মিছিল করে। এ সময় মিছিলকারীদের সাথে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পাইওনিয়ার রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ পরিস্থিতির মধ্যে শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতাদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ তাদের গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

উদ্বেগজনক এ পরিস্থিতির প্রেক্ষিতে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করেছে।

Header Ad

পাখির জন্য গাছের ডালে ডালে মাটির হাঁড়ি!

ছবি : ঢাকাপ্রকাশ

বেলা গড়িয়ে বিকেল, এরপর নেমে আসে সন্ধ্যা। এই সময়টা নীড়ে ফেরা পাখিদের কিচিরমিচির শব্দে সরব হয় চারপাশ। এসব পাখিদের নিরাপদ আবাস্থলের জন্য টাঙ্গাইলে গাছের ডালে ডালে বাঁধা হয়েছে ছোট ছোট মাটির হাঁড়ি। ঝড়-বৃষ্টিতে যাতে এর ভেতরে পানি জমে না থাকে, সে জন্য গাছে গাছে হাঁড়ি বাঁধার এমন আয়োজন পাখিদের জন্য।

“পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় বিভিন্ন গাছের ডালে ডালে অর্ধশতাধিক মাটির হাঁড়ি বসানো হয়েছে।

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামানের নেতৃত্বে এতে সংগঠনের সদস্য শামীম আল মামুন, মনসুর হেলাল, সাজ্জাদ হোসেন, জাহিদ হাসান, রাকিব হোসেন, শহীদ ইসলাম ও শামীম-শাহীন বিজ্ঞান একাডেমীর শিক্ষার্থীরা অংশ নেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য জাহিদ হাসান বলেন- পাখিদের নিরাপদ ঘর, আমাদের হাতের কামনা-সবাই মিলে গড়ে তুলি, প্রকৃতির সুন্দর মায়া। পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। তারা প্রকৃতির সৌন্দর্য এবং জীববৈচিত্র্যর একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব। তাই তাদের নিরাপদ আবাস্থলের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়।

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জানান- আমরা বইপাঠ কার্যক্রমের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায় প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকি। এরই অংশ হিসেবে পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছি। ঝড়-বৃষ্টি, শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে এসব মাটির হাঁড়ি।

তিনি আরও জানান- আমাদের এ উদ্যোগ ধীরে ধীরে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থাকবে। আশাকরি, আমাদের এ উদ্যোগ অন্যান্য পাখি প্রেমিদের উৎসাহিত করবে।

“এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Header Ad

ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না রিপাবলিকান নেতা শোয়ার্জনেগার

ছবি: সংগৃহীত

হলিউড সুপারস্টার ও কিংবদন্তি বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগার রাজনীতিতেও একজন প্রভাবশালী ব্যক্তি। রিপাবলিকান দলের নেতা হিসেবে তিনি ক্যালিফোর্নিয়ার গর্ভনর ছিলেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শোয়ার্জনেগার নিজের মতামত প্রকাশ করেছেন এবং জানিয়ে দিয়েছেন, এবার তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না।

গত বুধবার (৩০ অক্টোবর) শোয়ার্জনেগার এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে জানান, সাধারণত রাজনীতি থেকে দূরে থাকলেও বর্তমান পরিস্থিতি উপেক্ষা করা সম্ভব নয়। তাই এবারের নির্বাচনে তিনি নিজের সিদ্ধান্ত স্পষ্ট করেছেন এবং ভোট দেওয়ার পরিকল্পনাও করেছেন।

শোয়ার্জনেগার বলেন, “রিপাবলিকান হওয়ার আগে আমি একজন আমেরিকান। দেশ ও জাতীয়তাবাদের প্রতি আমার ভালোবাসা দলের চেয়ে বড়।” তিনি মনে করেন, ট্রাম্পের আচরণ আমেরিকার সুনামের জন্য ক্ষতিকর এবং তিনি এই পরিস্থিতিকে আরও বিভাজিত করতে পারেন।

শোয়ার্জনেগার ট্রাম্পের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, ২০২০ সালের নির্বাচনের ফলাফল মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি তাকে বিস্মিত করেছে। তার মতে, “এ ধরনের আচরণ আমেরিকানসুলভ নয়।” ট্রাম্পকে সমর্থন না করার কারণ হিসেবে শোয়ার্জনেগার যুক্ত করেন, “আমেরিকাকে সবসময় মহান দেশের মতো দেখতে চাই। কোনো আবর্জনার ঝুড়ি হিসেবে নয়।”

 

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচনে শোয়ার্জনেগার বেছে নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে। তিনি বিশ্বাস করেন, ট্রাম্পের পুনরায় জয় দেশকে আরও বিভাজন ও হতাশার দিকে নিয়ে যাবে। তাই শোয়ার্জনেগারের মতে, কমলা হ্যারিস ও ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজ দেশের জন্য কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম।

Header Ad

পাঠ্যবইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান, যুক্ত হচ্ছে সাঈদ-মুগ্ধের অবদান

ছবি: সংগৃহীত

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। পাশাপাশি অন্তর্ভুক্ত করা হচ্ছে ১৯৯০-এর গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের অবদান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ইতোমধ্যে বইয়ের পরিমার্জনের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে।

পূর্বের শেখ হাসিনা সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাসের একতরফা উপস্থাপনের অভিযোগ করেছেন ইতিহাসবিদরা। তাদের মতে, স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা বহু বীরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাঠ্যবইয়ের পরিমার্জন প্রক্রিয়া শুরু হয়।

পরিমার্জনের খসড়ায় উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমবার স্বাধীনতার ঘোষণা দেন। পরের দিন ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে তাজউদ্দিন আহমেদ, মাওলানা ভাসানীসহ মুক্তিযুদ্ধে অবদান রাখা অন্যান্য নেতার ভূমিকাও এই বইয়ে তুলে ধরা হবে।

এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, “বহু গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। আবার অনেকের অতি মূল্যায়ন হয়েছে। প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করতেই এই পরিমার্জন।”

এছাড়া মাধ্যমিকের বাংলা সাহিত্য বইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের অবদানও অন্তর্ভুক্ত হচ্ছে। নতুন সংস্করণের কিছু বইয়ের প্রচ্ছদে এবং কিছু অংশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের গ্রাফিতি বা দেয়ালচিত্রও স্থান পাচ্ছে।

এ প্রসঙ্গে অধ্যাপক রিয়াজুল হাসান আরও বলেন, “আমাদের পরিমার্জনের কাজ প্রায় শেষ। এখন শুধু কিছু সামান্য ঘষামাজা চলছে, যা ৭ নভেম্বরের মধ্যে শেষ হবে।”

শিক্ষা গবেষকরা বলেছেন, পাঠ্যবইয়ের পরিমার্জনে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা জরুরি, যাতে ইতিহাস সঠিকভাবে প্রতিফলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, “ইতিহাসের প্রকৃত রূপ চর্চাকারী ও গবেষকদের মাধ্যমে এ কাজটি করানো উচিত, যেন সত্যিকার ইতিহাস তুলে ধরা যায়।”

নতুন সংস্করণে পাঠ্যবইয়ের শেষের পাতায় থাকা শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতিগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তে সেখানে চিরন্তন কিছু বাণী সংযোজন করা হচ্ছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

পাখির জন্য গাছের ডালে ডালে মাটির হাঁড়ি!
ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না রিপাবলিকান নেতা শোয়ার্জনেগার
পাঠ্যবইয়ে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমান, যুক্ত হচ্ছে সাঈদ-মুগ্ধের অবদান
কাকরাইল ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত
ঢাকায় আবার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা জানালো অস্ট্রেলিয়া
মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ
বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩
চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার
যে কারণে বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা জারি
পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে রবিবার থেকে অভিযান
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ১৯ ভারতীয় প্রতিষ্ঠান, ২ নাগরিক অভিযুক্ত
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে আদানি
বাজারে শীতকালীন সবজি, কমেছে দাম
বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় যুক্তি খুঁজে পাই না: ফরহাদ মজহার
লেবানন থেকে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
আওয়ামী সরকারের কোনো অপকর্মে জড়িত ছিলাম না: জি এম কাদের
আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন ব্যাগ
এবার ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা