শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ

ছবি: সংগৃহীত

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

 

ছবি: সংগৃহীত

বর্তমানে মেট্রোরেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুধুমাত্র শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

Header Ad

কাকরাইল ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারার আওতায় আগামীকাল শনিবার (২ নভেম্বর) থেকে কাকরাইলের পাইওনিয়ার রোড এবং পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন বিজয়নগর এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ মশাল মিছিল করে। এ সময় মিছিলকারীদের সাথে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পাইওনিয়ার রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ পরিস্থিতির মধ্যে শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতাদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ তাদের গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

উদ্বেগজনক এ পরিস্থিতির প্রেক্ষিতে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করেছে।

Header Ad

গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত

গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিনে নেতা-কর্মীদের ভালোবাসায় ভাসলেন। ছবি: সংগৃহীত

১ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উদযাপনমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে স্থানীয় বিএনপি কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও নানা আয়োজনের মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সকালে স্থানীয় এক মিলনায়তনে নেতা-কর্মীরা গয়েশ্বর চন্দ্র রায়কে ফুল দিয়ে বরণ করেন। তাঁরা বলেন, “গয়েশ্বর ভাই আমাদের মা, মাটি ও মানুষের নেতা। তিনি সব সময় জনগণের পক্ষে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে কাজ করে চলেছেন।” জন্মদিন উদযাপনে কেক কাটার পাশাপাশি গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক অবদান ও জীবনের উপর আলোকপাত করা হয়। নেতা-কর্মীরা তাঁর দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য দোয়া করেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম বিশিষ্ট নেতা। তিনি ঢাকার কেরাণীগঞ্জে ১৯৫১ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র রায় এবং মাতার নাম সুমতি রায়। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন।

১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হলে তিনি এই সংগঠনে যোগ দেন এবং পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৭৮,৮১০ ভোট পেয়ে আওয়ামী লীগের নসরুল হামিদের কাছে পরাজিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় তিনি বিএনপির মনোনয়ন লাভ করেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিনে স্থানীয় নেতা-কর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ প্রমাণ করে, তিনি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করেছেন।

Header Ad

ঢাকায় আবার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা জানালো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ঢাকায় আবার অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। এটি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সরকারের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তার বাংলাদেশে প্রথম সফর।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পুনরায় ভিসা কেন্দ্র চালু এবং দু’দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন রোধে আলোচনা চালানোর বিষয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন। এ সময় অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ার মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে টনি বার্গ বলেন, তিনি বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সম্প্রতি স্বৈরাচারী শাসনের পতনের পর দেশটির বড় ধরনের উদযাপন প্রত্যক্ষ করেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশ পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ, কারণ স্বৈরাচারী শাসন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতির অবস্থাও ছিল শোচনীয়। তিনি বলেন, "এখন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে, যা একটি কঠিন কাজ, তবে মানুষ ধৈর্যশীল। আমাদেরকে দেশের জন্য নতুন কাঠামো তৈরি করতে হবে।"

বৈঠকে অনিয়মিত অভিবাসনের প্রসঙ্গ তুলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অস্ট্রেলিয়া এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাতে আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের হার বাড়ানোর অনুরোধ জানান। এতে মন্ত্রী বলেন, তারা এই বিষয়ে ইতিবাচক বিবেচনা করছে।

আলোচনায় বাংলাদেশের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বিষয়টিও উঠে আসে। অধ্যাপক ইউনূস বলেন, "আমাদের স্বাধীনতা এ আন্দোলনের মধ্য দিয়েই এসেছে।" এ সময় তিনি দেশের বিভিন্ন কমিশনের কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।

সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনূস মন্ত্রীকে "দ্য আর্ট অব ট্রায়াম্ফ" বইটির একটি কপি উপহার দেন, যা গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি ও ম্যুরাল নিয়ে লেখা। অস্ট্রেলিয়ার মন্ত্রী উপহারটির প্রশংসা করেন এবং সুযোগ পেলে ঢাকার শহরে এসব শিল্পকর্ম সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

কাকরাইল ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
গয়েশ্বর চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত
ঢাকায় আবার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা জানালো অস্ট্রেলিয়া
মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ
বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩
চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার
যে কারণে বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা জারি
পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে রবিবার থেকে অভিযান
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ১৯ ভারতীয় প্রতিষ্ঠান, ২ নাগরিক অভিযুক্ত
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে আদানি
বাজারে শীতকালীন সবজি, কমেছে দাম
বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় যুক্তি খুঁজে পাই না: ফরহাদ মজহার
লেবানন থেকে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
আওয়ামী সরকারের কোনো অপকর্মে জড়িত ছিলাম না: জি এম কাদের
আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন ব্যাগ
এবার ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা
জুমার দিন ভুলেও যে পাঁচটি কাজ করা যাবে না
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও সেনা সদস্য নিহত
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯৫, লেবাননে ৪৫