কমলাপুর রেলস্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান, জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশ ও বাহির পথে স্থাপিত ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল দেখা যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত এই স্লোগান প্রদর্শিত হওয়ার বিষয়টি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
স্টেশন সূত্রে জানা যায়, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত স্টেশনের দুটি স্ক্রিনে এই স্লোগান প্রদর্শিত হয়। সাধারণত এই স্ক্রিনগুলোতে যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য দেখানো হয়। কিন্তু ওই সময় অপ্রত্যাশিতভাবে রাজনৈতিক স্লোগানটি স্ক্রল হতে থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেয়।
এ ঘটনার একটি ভিডিওও গণমাধ্যমের হাতে এসেছে, যা ধারণা করা হচ্ছে কোনো যাত্রী তুলেছেন। ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্রবেশ ও বাহির পথে লাগানো ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বারবার ভাসছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল ৯টার দিকে তারা বিষয়টি জানতে পারেন এবং তখনই স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, "ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি এবং তদন্ত শুরু করেছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ এই স্ক্রিন অপারেশনের দায়িত্বে রয়েছে। বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবাররকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঘটনায় স্টেশনে ব্যাপক তোলপাড় চলতে দেখা গেছে।