সাফারি পার্কে ১১টি প্রাণীর মৃত্যু
দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বনমন্ত্রীর
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে ১১টি জেব্রা, একটি বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় কারও গাফিলতির প্রমাণ পেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ওই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর পর মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার পরপরই পার্কের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে। ঘটনার সত্যতা পেলে তদন্ত দল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। এছাড়া এ ঘটনায় কারো ইন্ধন থাকলে তাদেরও খুঁজে শাস্তির আওতায় আনা হবে।
পরে পার্কের অভ্যন্তরে মারা যাওয়া প্রাণীদের আবাস্থল ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন বনমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এমএইচ/এসআইএইচ