রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-মো.বাপ্পী (৪) ও জাহাঙ্গীর হোসেন(৩০)।
জানা গেছে, রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইসলামিয়া হাসপাতালের গলিতে একটি বাসার দ্বিতীয় তলার ছাদে খেলছিল মো. বাপ্পী নামের চার বছরের এক শিশু। এ সময় বাসার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। পরে শিশুটিকে উদ্ধার করে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাপ্পীর বাবা মো. স্বপন বলেন, আমি একজন পিকআপ চালক। ওই ভবনের দ্বিতীয় তলায় আমার বাসা। দুপুরে বাসায় খেতে আসি। কিছুক্ষণ পরে একজন খবর দেয় আমার ছেলে ছাদ থেকে নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি ভোলার দৌলতখান থানার চরখলিফা গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বাপ্পী ছিল দ্বিতীয়।
অপরদিকে একইদিন দুপুরে পল্লবীর বিহারীক্যাম্প এলাকায় কালাম নামে এক ব্যক্তির বাসার দ্বিতীয় তলায় প্লাষ্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রিরী জাহাঙ্গীর হোসেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে তার খালাত ভাই আব্দুল আজিজ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর ওই এলাকায় বসবাস করতেন।
এই পৃথক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ দুইটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএইচ/এসআইএইচ