ব্যবসায়ীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ৬
চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর ফুলবাড়ীয়ার জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফিরোজসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৬ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দীর্ঘ অনুসন্ধানের পর গত শনিবার (৫ ফেব্রুয়ারি) নরসিংদী, গাজীপুর ও রাজধানীর গুলিস্তান থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মো. ফিরোজ আহম্মেদ, তার সহযোগী-মো. হুমায়ুন কবির বিটু, মো. নাসির উদ্দিন, মাহমুদুল হাসান রাসেল, হাজী মো. ফরিদ ভূইয়া ওরফে ছোট ফরিদ এবং মো. আলম শিকদার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, মো. ফিরোজ আহম্মেদ একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। গ্রেপ্তার অন্যাদের সহায়তায় তিনি ফিরোজ বাহিনী নামে একটি বাহিনী গড়ে তোলেন। ফিরোজ ফুলবাড়ীয়া জাকের সুপার মার্কেটে তার আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এই সন্ত্রাসী বাহিনী দিকে ওই মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করত। চাঁদা প্রদানে কেউ অস্বীকার করলে তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী দিয়ে তাদের মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করে চাঁদা আদায় করত।
এরআগে, গত ০২ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে মো. রাকিব শেখ (৪৮), নামের এক ব্যবসায়ীকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। পরে এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে তার ভাই বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় ১৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে।
এনএইচ/এমএমএ/