ঢাকায় ট্রাফিক আইনে একদিনে ৬৩৩ মামলা, ২৩ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরীতে যানজট ও সড়কে বিশৃঙ্খলা দূর করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে থাকা ট্রাফিক বিভাগের সব ইউনিট শহরের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৩৩টি মামলা দায়ের করা হয় এবং মোট ২৩ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ১৬১টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। যেসব চালক ও পথচারী ট্রাফিক আইন ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ডিএমপি’র এই কর্মকর্তা আরও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ডিএমপি’র লক্ষ্য হচ্ছে, আইনশৃঙ্খলা লঙ্ঘনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
মূল অভিযানের, মোট ৬৩৩টি মামলায় মোট জরিমানা ২৩ লাখ ২৪ হাজার টাকা। এছাড়াও অভিযানে ১৬১টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকার যানজট ও সড়কে বিশৃঙ্খলা বহুদিন ধরেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক পুলিশের এই কার্যক্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে, যা শহরের যানবাহন ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের চলাচলকে সহজতর করবে বলে আশা করা হচ্ছে।