রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজধানীতে বন্যার্তদের জন্য টাকা তোলার দ্বন্দ্বে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিহত শিক্ষার্থী মো. হাফিজ। ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াবদা রোড এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে মো. হাফিজ (২১) নামে এক শিক্ষার্থীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি পশ্চিম রামপুরার লুৎফুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের বন্ধু নাঈম বলেন, আমরা বন্যার্তদের সহযোগির জন্য ত্রাণের টাকা তুলছিলাম। রামপুরার উলন এলাকার আরেকটি গ্রুপ তারা আমাদের সাথে ত্রাণের জন্য টাকা তুলতে চায় এবং তাদের সঙ্গে নিয়ে ত্রাণ দেওয়ার জন্য বলে। আমাদের সিনিয়ররা তাদের জানায় আমাদের গ্রুপে অনেক লোকজন আছে আমরা আপনাদের গ্রুপে নিতে চাই না। এই নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে আজ সন্ধ্যার দিকে আমরা টাকা তুলছিলাম। এ সময় হাফিজ চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে হাফিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান হাফিজ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Header Ad

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যদিও নতুন উপদেষ্টাদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এই নতুন পাঁচজন উপদেষ্টার যুক্ত হওয়ার ফলে পরিষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬ জনে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যা এই নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত দেয়।

এদিকে, নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এর মধ্যে আছেন সদ্য পদত্যাগ করা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

এই অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিয়োগ এবং দায়িত্বভার নেয়ার ফলে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হতে পারে, যা বর্তমান সরকার ব্যবস্থার ধারাবাহিকতাকে অব্যাহত রাখার ইঙ্গিতবহ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Header Ad

ঠিকানায় মার্কিন নির্বাচন বিশ্লেষণ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে?

ছবি : ঢাকাপ্রকাশ

যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া নিশ্চিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা নিয়ে বাংলাদেশি জনগণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগ্রহের সঞ্চার হয়েছে।

এ বিষয়ে বিশেষ আলোচনা ও বিশ্লেষণ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা টিভি। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে প্রচারিত এই অনুষ্ঠানে মার্কিন নির্বাচন, আন্তর্জাতিক প্রভাব, এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার একটি বিশেষ আয়োজন করা হয়।

সাংবাদিক নাদের রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মার্কিন নির্বাচন সম্পর্কিত বিভিন্ন দিক বিশ্লেষণ করেন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিকরা। তারা স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বিষয়টির গুরুত্ব তুলে ধরেন, যা শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। ঠিকানা টিভির নির্বাহী প্রযোজক ও চিফ অপারেটিং অফিসার মুশরাথ শাহীনের প্রযোজনায় অনুষ্ঠানটি কভারেজের সৃজনশীল দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক কণ্ঠস্বরও যুক্ত করা হয়।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি জোহরান মামদানি, এনওয়াইসি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, পিবডি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা মার্সিয়া রবিউ, এবং রাজনৈতিক পরামর্শদাতা ও পোলস্টার জ্যোত সিং তাদের ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরেন। তারা মার্কিন নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সম্পর্কের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ অতিথিরা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান ও তার প্রভাবক বিষয়গুলো নিয়ে বিশদে আলোচনা করেন।

নাদের রহমান বলেন, "আমরা শুধু ভোট নিয়ে আলোচনা করিনি; গণতন্ত্রের ভবিষ্যত ও সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সার্বিকভাবে উপস্থাপন করেছি।" ঠিকানা টিভি এমন একটি প্ল্যাটফর্ম যা ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতার ওপর ডিজিটাল সেতু তৈরি করে বিশ্বের সাথে বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে চায়।

ঠিকানার এ উদ্যোগে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে, এবং তাদের সম্পৃক্ততা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। নির্বাচনের সপ্তাহে ঠিকানা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখের বেশি ভিউ অর্জন করে, যা মার্কিন নির্বাচনের গুরুত্ব ও ঠিকানা টিভির ভূমিকার প্রমাণ হিসেবে গণ্য করা হয়।

ঠিকানা টিভির এই কভারেজ বাংলাদেশি দর্শকদের জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতি সম্পর্কে গভীর ধারণা তৈরি করতে সাহায্য করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Header Ad

এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার উৎস গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, জনগণের অভ্যুত্থানই এই সরকারের বৈধতার ভিত্তি এবং এর সঙ্গে আইনগত অনুমোদনসহ অন্যান্য বিষয় যুক্ত হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, গত তিন মাসের কার্যক্রমে দেশের অগ্রগতি জনগণ লক্ষ্য করেছে। সংস্কার কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে এসব কমিশনের সঙ্গে সভা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রস্তাবনার আলোকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি সুসংগঠিত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হতে পারব।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এই সরকারের বৈধতা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। অর্ডিন্যান্সের মাধ্যমে সরকারকে আরও লিগ্যাল রেটিফিকেশন দেওয়া হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ
ঠিকানায় মার্কিন নির্বাচন বিশ্লেষণ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে?
এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা মহানগরে সব পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিলো বিএনপি
ভারতে বিএসএফ হাতে গ্রেপ্তার রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
শহীদ নূর হোসেন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন
আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী
পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
ট্রাম্পের ছবি নিয়ে হাসিনার নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার
গলায় রশি পেঁচানো অবস্থায় নিখোঁজ মুনতাহার মরদেহ মিলল পুকুরে
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
আজ শহীদ নূর হোসেন দিবস
গাজায় ইসরায়েলি হামলায় ১ দিনে আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
আ.লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা
গুম কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক, হাসপাতালে ভর্তি
বাংলাদেশিদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন তিনি: অমিত শাহ