সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে গেন্ডারিয়ায় রাতভর অভিযান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে গেন্ডারিয়ায় রাতভর অভিযান। ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন- এমন সন্দেহে রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১২টার পর খবর পেয়ে গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়ি ঘিরে রাখা হয়। এরপর সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে যায়।
সেখানে জড়ো হওয়া শিক্ষার্থীদের দাবি, ওই বাড়ির একজনের কাছ থেকে আসাদুজ্জামান খান কামালের থাকার তথ্য পান তারা। তবে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা ভেতরে তল্লাশি চালিয়ে তাকে পাননি। পরে ভোর ৪টার দিকে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান।
স্থানীয়রা জানান, বাড়িটিতে আসাদুজ্জামান খানের দূরসম্পর্কের আত্মীয় বসবাস করেন। মন্ত্রী থাকার সময় সেখানে যাতায়াত করতেন তিনি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।