পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত এবং তিনজন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানায়।
সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই ঘটনার জের ধরে পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে শুরু হয় তীব্র সংঘর্ষ। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে তোলো নিউজ জানিয়েছে, সংঘর্ষে খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দেওয়া হয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি সামরিক পোস্ট দখল করেছে আফগান সীমান্ত বাহিনী।
ডান্ড-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে তিনজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায়। এই হামলায় অন্তত ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ছয়জন গুরুতর আহত হয়েছেন।
তালেবান সরকারের একজন মুখপাত্র এ হামলার নিন্দা জানিয়ে একে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন। তারা আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
আফগান প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, খোস্ত এবং পাকতিয়া প্রদেশে সংঘর্ষের ফলে সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আফগান সীমান্ত বাহিনী পাকিস্তানের সামরিক উপস্থিতি চ্যালেঞ্জ জানিয়ে সীমান্ত এলাকায় তাদের শক্ত অবস্থান বজায় রেখেছে।
দুই দেশের মধ্যে চলমান এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও সীমান্তে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।
আফগান সীমান্তে চলমান সংঘর্ষ এবং এর প্রেক্ষিতে উভয় দেশের প্রতিক্রিয়া অঞ্চলটিতে ভবিষ্যৎ রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।