ছাত্রলীগের স্লোগান সরিয়ে টিএসসিকে ‘সন্ত্রাসমুক্ত’ ঘোষণা
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বোর্ডে করে লেখা ছাত্রলীগের বহুল পরিচিত ‘আমরা তো আছি ভয় কি বন্ধু জেগে ওঠো পদাতিক, জয় জয় ছাত্রলীগ’ স্লোগানটি সরিয়ে ফেলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা টিএসসিকে ‘সন্ত্রাসমুক্ত’ এলাকা ঘোষণা করেন।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘোষণা করেন তারা।
এদিন সরেজমিনে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী মিলে টিএসসির ছাদে উঠে লাঠি দিয়ে স্লোগানটি তুলে ফেলেন। পরে সেখানে সাদা রংয়ে লিখেন ‘সন্ত্রাসমুক্ত টিএসসি’।
এর আগে শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে ছাত্রলীগের গ্রাফিতি মুছে ফেলেন। এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’ ‘দড়ি ধরে মারো ঠান, রাজা হবে খান খান’ ইত্যাদি নানা স্লোগান দিতে শোনা যায়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।