পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা, লিখলেন ভুয়া
পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের (এপিসি) সামনের কাঁচে লাল রং করে দিয়েছেন তারা। সেই সঙ্গে গাড়ির বিভিন্ন অংশে লাল রঙের স্প্রে করে লেখা হয়েছে ভুয়া।
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এর আগে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলকারী।
পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ওরা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুরু লাল রং দিয়েছি। এসময় ভেতরে থাকা পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।
এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির ওপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। এর উত্তরে ওই ছাত্র বলেন, ‘এখনই নেমে যাচ্ছি’।
তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন, আমি আপনাকে বিশ্বাস করি না, কথা বলার ছলে উঠিয়ে নিয়ে যাবেন। এ ঘটনার পরে ওই পুলিশ সদস্য আর কথা বাড়াননি।