ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীর মৃত্যু
নিহত শিক্ষার্থী ফারহান ফায়াজ। ছবি: সংগৃহীত
কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে যুদ্ধাবস্থার রূপ নিয়েছে ধানমন্ডির পুরানো ২৭ নম্বর সড়ক এলাকা। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকেই রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয় সংঘর্ষ, পড়ে তা ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত এলাকায়।
এদিকে, এ সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ লালমাটিয়া সিটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফারহানুল ইসলাম ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ)। তার বয়স ১৮ বছর।
কলেজের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই হাসপাতালে আহত আরও কয়েকজন আইসিইউতে রয়েছেন।
আজ সকাল থেকেই ইউনিফর্ম পড়ে লাঠিসোঁটা হাতে নিয়ে কোটা আন্দোলনকারীরা রাপা প্লাজার সামনে জড়ো হতে শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও অনেকে। সরকার সমর্থকেরাও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের মোড়ে। শুরুতে দুই পক্ষের অবস্থান ছিল শান্তিপূর্ণ। তারা বিভিন্ন স্লোগানসহ মিছিল করে।
কিন্তু হঠাৎ করেই সংঘর্ষ বেধে যায়। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছুড়তে শুর করে। প্রায় দুইঘণ্টা ধরে সেখানে সংঘর্ষ চলে।