কোটি টাকার সেই বংশীয় গরুসহ সাদিক অ্যাগ্রোর ৬টি গরু জব্দ
কোটি টাকার সেই বংশীয় গরুসহ সাদিক অ্যাগ্রোর ৬টি গরু জব্দ করেছে দুদক। ছবি: সংগৃহীত
দ্বিতীয় দফা অভিযান চালিয়ে ছাগলকাণ্ডে আলেচিত সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুর খামার থেকে আরও ছয়টি আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গরুগুলোর মধ্যে ঈদের আগে আলোচনায় আসা কোটি টাকা দামের গরুটিও আছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল রাজধানীর চন্দ্রিমা উদ্যানসংলগ্ন কাঠের পুলের ১৬ নম্বর রোডে অভিযান চালায়। অভিযানের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।
জানা গেছে, ভুয়া তথ্যের মাধ্যমে ২০২১ সালে এসব গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। তথ্য গোপন করে ব্রাহমা জাতের এ গরুগুলোকে আমদানি করা হয় ফ্রিজিয়ান গরু বলে। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণিসম্পদ অধিদফতরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। অবৈধ প্রভাব খাটিয়ে সেই গরু আবারও এনে বিক্রি করে সাদিক অ্যাগ্রো।
এসব অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।
অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ৫টি ব্রাহমা প্রজাতির গরু ও ৭টি বাছুরের সন্ধান পাওয়া যায়। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক।