উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, "আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখা উচিত নয়। এতে আমাদের দৃষ্টিভঙ্গি সংকুচিত হয়ে যায়। আমরা পুরো দেশ নিয়ে ভাবছি, আর এই সংকীর্ণতা থেকে আমাদের বের হয়ে আসা জরুরি।"
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রংপুর বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শারমীন এস মুরশিদ বলেন, "আমাদের সমালোচনা করুন, আমরা তা শোধরানোর চেষ্টা করব। প্রধান উপদেষ্টা যে কাউকে যোগ্য মনে করেছেন, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আঞ্চলিকতার কোনো স্থান নেই।"
চট্টগ্রাম থেকে অধিক সংখ্যক উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "এটিকে বৈষম্য হিসেবে দেখা ঠিক নয়। আগে ফরিদপুর থেকে অনেক নিয়োগ হয়েছিল, তখনও আমরা আঞ্চলিকতার ভিত্তিতে বিচার করিনি। আমরা প্রতিটি অঞ্চলে মেধা, শ্রম এবং সম্পদ বিনিয়োগ করছি এবং এটাই হওয়া উচিত।"
এর আগে শিল্পকলা একাডেমির হলরুমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর বিভাগের শহীদ ৬৬ পরিবারের মধ্যে ৪৪ জনকে আর্থিক সহযোগিতার চেক দেওয়া হয়। বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য দূর করে একতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।