শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় চারতলা ভবনের তিনতলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে এগারটায় এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১ টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট।

রাত সাড়ে চারটায় সর্বেশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। বরং ছড়িয়ে পড়েছে পুরো ভবনে। পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। সেইসঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে। এলাকাবাসীকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী। এর আগে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। এ নিয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Header Ad
Header Ad

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত সবাই একই পরিবারের

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত সবাই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন রাজধানীর জুরাইনের বাসিন্দা সোহান মিয়া, তার শিশুপুত্র ইমি, স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম এবং শ্যালিকা অ্যানি আক্তার। সোহান মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সোহান মিয়া পরিবারসহ প্রাইভেটকারে করে জুরাইন থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। মাওয়ামুখী লেনে চলার সময় পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু ইমি নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান সোহান মিয়া, তার স্ত্রী, শাশুড়ি এবং শ্যালিকা।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানিয়েছেন, বেপরোয়া গতির কারণে বাসটি পেছন থেকে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর যানবাহনগুলো সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করেছে।

গত ছয় দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আটটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সড়কে এমন ভয়াবহ দুর্ঘটনা মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Header Ad
Header Ad

ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। এ সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের হযরত ইউসুফ (আঃ)-এর সমাধিতে নিয়ে যাওয়া হয়।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার নাবলুস এলাকায় অন্তত ৩০টি ইসরায়েলি সামরিক গাড়ি প্রবেশ করে। তারা ইহুদি বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। ইউসুফ (আঃ)-এর সমাধি মুসলিম এবং ইহুদি উভয়ের কাছেই সম্মানের স্থান। তবে এই স্থান নিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা যায়।

ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রামাল্লাহর পূর্বে অবস্থিত বুরকা গ্রামে হামলা চালিয়েছে। সেখানে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার ও সহিংসতা ক্রমেই বাড়ছে।

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পত্তিতে হামলা চালিয়ে যাচ্ছে। এই সহিংসতা ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে।

Header Ad
Header Ad

ইন্টারপোলের রেড নোটিশে ৬৩ বাংলাদেশি: অপরাধীদের ধরতে আন্তর্জাতিক প্রচেষ্টা

ছবি: সংগৃহীত

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে তার নাম দেখা যায়নি।

ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে সারা বিশ্বের ৬,৬৫৮ জন সন্দেহভাজন অপরাধীর তালিকা রয়েছে। এর মধ্যে ৬৩ জন বাংলাদেশি নাগরিক। তারা দেশে বা বিদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এসব অপরাধীর মধ্যে চাঁদপুরের রাজু ঢালীকে সিঙ্গাপুর খুনের অভিযোগে খুঁজছে। ঢাকার মো. মিলন ও লিটন ব্যাপারীকে খুঁজছে ইসতাওয়ানি, এবং দক্ষিণ আফ্রিকা খুঁজছে নোয়াখালীর মিজান মিয়াকে।

ভারত মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, নোয়াখালীর সবুজসহ আরও কয়েকজনকে খুঁজছে। বেলজিয়াম খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে, আর মালয়েশিয়া নাটোরের সিরাজ মোস্তফাকে চোরাচালানির অভিযোগে খুঁজছে। এছাড়া যৌন নির্যাতন ও অস্ত্র মামলার অভিযোগে যুক্তরাষ্ট্র জাহিদুল ইসলাম এবং ফজলুল আমীন জাভেদকে খুঁজছে।

বাংলাদেশ নিজেও বিভিন্ন অভিযোগে অনেক অপরাধীকে খুঁজছে। এ তালিকায় রয়েছেন বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের তাজউদ্দীন, ঢাকার তানভীর ইসলাম জয়সহ বেশ কয়েকজন। মানবপাচারের অভিযোগে কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে খুঁজছে। পর্নোগ্রাফির অভিযোগে টাঙ্গাইলের ওয়াসিম এবং জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহকেও খুঁজছে বাংলাদেশ।

ইন্টারপোলের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ দমন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে ১৯৬টি দেশের মধ্যে পুলিশি সহযোগিতা ও সমন্বয় করে। কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। এজন্য সংশ্লিষ্ট দেশকে অভিযুক্তের বিস্তারিত তথ্য এবং মামলার নথি ইন্টারপোলের কাছে জমা দিতে হয়।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে এখন পর্যন্ত ১৭ জন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এটি আন্তর্জাতিক অপরাধ দমন প্রচেষ্টায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত সবাই একই পরিবারের
ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
ইন্টারপোলের রেড নোটিশে ৬৩ বাংলাদেশি: অপরাধীদের ধরতে আন্তর্জাতিক প্রচেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল
মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান
ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান
থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  
হাসিনার দোসররা সচিবালয়ে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড করেছে: শাকিল উজ্জামান
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত: ড. মুহাম্মদ ইউনূস  
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নাই
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫  
পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম
জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু
ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী  
গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০
ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ থেকে
দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের