বৃষ্টিতে ৩২ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল, যাত্রীদের ভোগান্তি
ছবি: সংগৃহীত
চৈত্রের দমকা বৃষ্টির মধ্যে বন্ধ হয়ে যায় ঢাকার মেট্রোরেল। ইফতারের আগে হঠাৎ মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ঘর ফেরত যাত্রীরা।
আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির মধ্যে কারিগরি জটিলতার কারণে বন্ধ হয় মেট্রোরেল।
সোমবার বিকেল ৪টা থেকে রাজধানীজুড়ে শুরু হয় দমকা হাওয়া ও হালকা বৃষ্টি। বৃষ্টির মধ্যে পৌনে ৫টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বিকাল ৪টা ৫০ মিনিটে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে শতশত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অনেক র্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়। এসময় স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় তৈরি হয় যাত্রীদের।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টির মধ্যে কারিগরি ত্রুটির কারণে ট্রেন কিছুক্ষণ বন্ধ ছিল। বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
এর আগেও মেট্রোরেল বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়।
গত ১৪ তারিখ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১টার দিকে আগারগাঁওয়ের কাজীপাড়া স্টেশনে একটি ট্রেন আটকা পড়ে। এ সময় যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় স্টেশন থেকে। কর্মকর্তারা জানান, সম্ভাব্য ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে-ওসিএস (ট্রেন চলাচলের ওপরের বৈদ্যুতিক লাইন) ভোল্টেজ কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছিল। একই ঘটনা ঘটে ৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে।