পুরান ঢাকায় জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১১ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান। তিনি বলেন, আগুনের খবর পেয়ে খবর পেয়ে লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তাদের প্রচেষ্টায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন কামালবাগ এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।