গুঁড়িয়ে দেয়া হলো রিজেন্সির ছাদ রেস্টুরেন্ট, খাজানাসহ তিন রেস্তোরাঁ সিলগালা
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা রিজেন্সি হোটেলের ছাদে অবৈধভাবে গড়ে তোলা রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে উত্তরার খাজানা রেস্টুরেন্ট এবং দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করেছেন রাজউক ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্যারাডাইজ ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরার ৩ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। এ সময় রাজউক জোন-২/১-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে থানা-পুলিশও সহযোগিতা করে।
উত্তরায় অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়েকটি ভবনে অভিযান পরিচালনা সময় ভবনের মালিকেরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে তারা যেন পরবর্তীকালে রাজউকের অনুমোদিত নকশা দেখিয়ে ব্যবসা পরিচালনা করার মর্মে ভবনের মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন।
কামরুজ্জামান বলেন, জসীমউদ্দীনের প্যারাডাইস ভবনটি ১৪তলা। ভবনের ৬তলা পর্যন্ত কমার্শিয়াল। বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। এ জন্য প্যারাডাইস ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই ভবনে থাকা দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়। একই অভিযোগে খাজানা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
রাজউকের উত্তরা জোন পরিচালক সাইফুল ইসলাম বলেন, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদ রেস্টুরেন্ট। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদ রেস্টুরেন্ট ভেঙে দেয়া হয়েছে। এছাড়া ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।