শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এবার নিজের রেস্টুরেন্ট বন্ধ করলেন স্থপতি মুস্তাফা খালিদ

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ঘটে যাওয়া দুর্ঘটনায় শোকাহত পুরো দেশ। সকল মহলের আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ইস্যু। এদিকে এমন অগ্নিকাণ্ডের পর প্রশাসনও নড়েচড়ে বসেছে। রাজধানীর বিভিন্ন এলাকার অনুমোদনহীন রেস্টুরেন্টগুলোতে চলছে অভিযান। অনিয়ম আর অব্যবস্থাপনা দেখলেই করা হচ্ছে জরিমানা। এমনি বন্ধ-সিলগালা ও করা হচ্ছে।

বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে একটি নাম সবার সামনে চলে আসে। সব থেকে বেশি আলোচনায় আসা ব্যক্তিটি হচ্ছেন গ্রিন কোজি কটেজের আর্কিটেক্ট মুস্তাফা খালিদ পলাশ। এছাড়া নিজের নকশা করা ধানমন্ডির গাউসিয়া টুইন পিক ভবন নিয়ে ফেসবুক পোস্টে তার বিস্ফোরক মন্তব্য ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্পষ্ট ভাবেই বিভিন্ন রেস্টুরেন্টের বিরোধিতা করেছিলেন তিনি।

স্থপতি মুস্তাফা খালিদ

তবে গণমাধ্যমে অন্যের রেস্টুরেন্টের বিরোধিতা করলেও নিজেও বনানীতে টেগোর টেরাস নামের একটি রুফটপ রেস্টুরেন্ট পরিচালনা করতেন এই স্থপতি। যার দেখভাল করতেন তার ভাই আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। শুধু বনানীতে নয়। ধানমন্ডিতেও একটি রেস্টুরেন্ট চালান এমন আলোচনা আছে মুস্তাফা খালিদকে নিয়ে।

অভিযোগ ও সূত্রের দেওয়া তথ্য নিয়ে টেগোর টেরাস রেস্টুরেন্টের খোঁজ নিয়ে বনানীতে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে ধানমন্ডির রেস্টুরেন্টের কোন তথ্য পাওয়া যায়নি।

বনানীর ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ১১ তলা ভবনের রুফটপে মূলত টেগোর টেরাস নামের রেস্টুরেন্টটি চালাতেন আলোচিত এই স্থপতি। তবে আলোচনায় আসার পর সেখান থেকে রেস্টুরেন্টের অস্তিত্ব বিলিন করার চেষ্টা করছিলেন কর্তৃপক্ষ।

দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার (৫ মার্চ) বনানীর ৪৪ নম্বর ভবনে খদ্দের সেজে রেস্টুরেন্টের গেলে ভবনটির গ্রাউন্ড ফ্লোরে চোখে পড়ে তাড়াহুড়ো করে টেগোর টেরাসের আসবাবপত্রসহ সকল সরঞ্জাম সরিয়ে নেওয়ার দৃশ্য। একটি ট্রাকে করে টেগোর টেরাসের ব্যবহৃত মাইক্রোওভেন ও রান্নার সরঞ্জাম নিয়ে যাওয়া হলো আমাদের না জানা গন্তব্যে।

লিফট ব্যবহার করে নামানো হচ্ছে বাকি সরঞ্জামও। এ সময় টেগোর টেরাসে যেতে চাইলে উপস্থিত লোকজন জানান সেটি বন্ধ আছে। তারা জানান, যাওয়া যাবে না উপরে। তাদের কেউ বলেন, উপরে কোন রেস্টুরেন্টেই নেই।

জানা গেছে রাজউকের অনুমোদন ছাড়াই সেখানে ২০১৮ সাল থেকেই রেস্টুরেন্ট চালাতেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ। ওই বছরের ৪ নভেম্বর রেস্টুরেন্টটির উদ্বোধন করেছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সে সময় বেশ জোরালো ভাবেই গণমাধ্যমে প্রচার হয়েছিল টেগোর টেরাসের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ।

তবে বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন ভবনের রেস্টুরেন্ট নিয়ে মন্তব্য করে আলোচনার তীর নিজের দিকে যেতেই রাজউকের অনুমোদনহীন রেস্টুরেন্টটির তথ্য গোপন করতে গতকাল রাত থেকে রেস্টুরেন্টটির কার্যক্রম বন্ধ করেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ। ৫ মার্চ শুরু হয় ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনের বাইরের ফ্লোর নির্দেশিকা থেকে রেস্টুরেন্টটির নামও মুছে ফেলা ও আসবাব সরানোর কাজ। ইতিমধ্যে ফাঁকা করা হয়েছে রেস্টুরেন্টের ভিতর। সরিয়ে ফেলা হয়েছে আসবাবপত্র ও রান্নার সরঞ্জাম।

শিমুল মুস্তাফা

এ বিষয়ে স্থপতি মুস্তাফা খালিদ পলাশের সঙ্গে কথা বলতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে কথা হয় রেস্টুরেন্টটির দায়িত্বে থাকা তার ভাই শিমুল মুস্তাফার সঙ্গে। দীর্ঘদিন ধরে বনানীর নন-কমার্শিয়াল এলাকায় রেস্টুরেন্ট চালাতেন স্বীকার করে তিনি বলেন, কোর্টের স্টে অর্ডার নিয়েই আমরা রেস্টুরেন্ট চালাচ্ছিলাম। অনুমোদন না থাকলে কি এত বছর রেস্টুরেন্ট চালাতে পারতাম?

অনুমোদন থাকলে কেন বন্ধ করা হচ্ছে জানতে চাইলে শিমুল মুস্তাফা জানান, সবাইকে সচেতন করতেই আমরা বন্ধ করছি। নন-কমার্শিয়াল এলাকায় রেস্টুরেন্ট চালানো ঠিক না। তাই সচেতনতা বাড়াতেই উদ্যোগ। অন্য কোন কারণ নেই।

এ বিষয়ে গাউসিয়া টুইন পিক ভবন মালিক সমিতির সদস্য আহসান আনোয়ার বলেন, মুস্তাফা খালিদ পলাশ নিজেই অনুমোদনহীন রেস্টুরেন্ট চালাতেন। তিনি নিজেই অপরাধী হয়ে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের পুরো রেস্টুরেন্ট খাতকে ধ্বংস করে দিলেন। সামনে ঈদ, আমাদের ইমপ্লোয়ি যারা আছেন তারা আমাদের মুখের দিকে তাকিয়ে। আমাদের এত টাকা লোন। কীভাবে কী করব জানি না। তবে আমরা তদন্তের জন্য জোর দাবি জানাই। তিনি যদি কোন অন্যায় করে থাকেন তাহলে শাস্তির দাবি জানাই।

Header Ad
Header Ad

৬১ কোটি টাকা লোকসান; আবারও মাড়াই মওসুম শুরু হচ্ছে কেরুর  

ছবি: সংগৃহীত

 

চিনিকল ইউনিটে ৬১ কোটি ৭ লাখ টাকা লোকসানের বোঝা নিয়ে ২০২৪-২৫ আখ মাড়াই মওসুম শুরু করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী। মাড়াই মওসুম সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চিনিকল কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের মাড়াই মওসুম উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, কেরু চিনিকলের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের নের্তৃবৃন্দসহ আখচাষী ও সূধীজন উপস্থিত থাকবেন। সবকিছু ঠিকঠাক চললে চিনিতে মোটা অংকের লোকসান কমিয়ে আনতে পারবে ঐতিহ্যবাহি প্রতিষ্ঠানটি এমনটিই আশা করছে কর্তৃপক্ষ।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী। চিনি উৎপাদন কারখানা, ডিষ্টিলারী,  জৈব সার কারখানা,বানিজ্যিক-পরীক্ষামুলক খামার ও ওষুধ কারাখানার সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছে। সরকারিভাবে চিনির মুল্য বৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে চিনিকারখানাটি।

প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে মিলস হাউজে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে চিনিকলটি আধুনিকায়নের কাজ চলছে। এতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের সক্ষমতা বাড়বে।  তবে এলাকায় আখ চাষ ক্রমাগত কমতে থাকায় সংকটে পড়েছে দেশের ঐতিহ্যবাহি এই চিনিকলটি।

চলতি মওসুমে প্রায় ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪’শ ৫২ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ৬৫ দিন চলবে এবারের মাড়াই মওসুম। চিনি আহরনের হার ধরা হয়েে শতকরা ৬ দশমিক ৩৬ ভাগ। প্রতিদিন গড়ে ১১’শ ৫০ টন আখ মাড়াই করবে চিনিকলটি। মিল জোনে এবার দন্ডায়মান আখ রয়েছে ৫ হাজার ১’শ একর জমিতে।

গত ২০২৩-২৪ মওসুমে ৬৫ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । মোট ৫৫ মাড়াই দিবসের লক্ষ্যমাত্রায় চিনি আহরনের গড় হার ধরা হয়েছিল ৬ দশমিক ২ শতাংশ। এর বিপরীতে চিনিকলটি ৫৬ হাজার ৪’শ ১৪ মে.টন আখ মাড়াই করে ২ হাজার ৬’শ ৮ টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়। চিনি আহরনের হার ছিল ৪ দশমিক ৬২ ভাগ। আখের অভাবে নির্ধারিত দিবসের আগেই মাড়াই মওসুম বন্ধ হয়ে যায়।

চিনিকলের শ্রমিকরা জানান, এ বছর মিলস হাউজের ফিটিংয়ের কাজ ভালো হয়েছে। মিল ভালই চলবে। ফলে বেশি চিনি উৎপাদন সম্ভব হবে।

কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান বলেন, ‘মাড়াই মওসুম শুরু করতে চিনিকলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  এ মওসুমে চিনি কারখানায় লোকসান কমিয়ে আনতে সবাই মিলে কাজ করছে। এ ছাড়াও এ মওসুমে কোদাল দিয়ে আখ কাটার পদ্ধতি চালু করা হবে। এতে কয়েক হাজার টন আখ বেশি পাওয়া যাবে। চিনির উৎপাদনের পরিমানও বাড়বে।’

চাষীদের দাবীর প্রেক্ষিতে এ মওসুমে আখের মুল্য বাড়িয়েছে  সরকার। এবার প্রতিমন (৪০ কেজি) আখের মুল্য ২৫০ টাকা টাকা করা হয়েছে। তবে চিনির মুল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য বাড়েনি। আখের মূল্য আরো বাড়ানোর দাবি চাষীদের।

কেরু চিনিকল আখচাষী কল্যান সংস্থার সভাপতি মোঃ শরীফ উদ্দীন বলেন, চিনিকল কর্তৃপক্ষের কাছে আখচাষীদের এবার দাবী, চাষীদের মাঝে আখ বিক্রির পূজির পরিমান বাড়াতে। আখের মুল্য সরাসরি নগদে পরিশোধ করতে। শিওর ক্যাশ বা বিকাশে চাষীরা টাকা নেবে না। ঋনের সার, বীজ, কীটনাশক সঠিক সময়ে দিতে হবে এবং চাষীদের কোটায় পাওনা চিনি উত্তোলনের সময় বাড়াতে হবে। মাড়াই মওসুম আরো আগে শুরু করতে হবে। নভেম্বর প্রথমেই আখ মাড়াই শুরু করতে হবে। আখের দাম নুন্যতম প্রতিমন ৩’শ টাকা করতে হবে। চাষীদের কাছ থেকে কেটে নেয়া টাকা সম্পুর্নটাই আখচাষী কল্যান সংস্থায় জমা করতে হবে। ’

১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল নামক এক ইংরেজ তাঁর ঐকান্তিক প্রচেষ্ঠায় ভারতের কানপুরে জাগমু নামকস্থানে তখনকার একমাত্র ফরেন লিকার কারখানাটি চালু করেছিলেন। অতঃপর বিভিন্ন সময়ে এর নাম, স্থান, মালিকানা, উৎপাদন ও ব্যবসায়িক কর্মকান্ড পরিবর্তিত ও পরিবর্ধিত হতে থাকে। ১৮৪৭ সালে মি. রবার্ট রাসেল কেরু অংশীদারিত্বের ভিত্তিতে ঐ প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন এবং কালক্রমে তা ক্রয় করে নেন। উত্তর ভারতের ‘রোজা’তে অবস্থানকালীন ১৮৫৭ সনে সিপাহী বিপ্লবের সময় কারখানাটি ক্ষতি গ্রস্থ হয়। অতঃপর তা’ পুনঃনির্মাণপূর্বক জয়েন্ট ষ্টক কোম্পানী গঠন করে ‘কেরু এ্যান্ড কোম্পানী লি. হিসেবে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয়। ‘রোজা’তে ব্যবসা উন্নতি লাভ করলে আসানসোল ও কাটনীতে এর শাখা প্রতিষ্ঠিত হয়। ১৯৩৮ সনে প্রাথমিকভাবে দৈনিক ১০০০ টন আখ মাড়াই ও ১৮ হাজার প্রæফ লিটার স্পিরিট তৈরির লক্ষ্যে আরও একটি শাখা তদানীন্তন নদীয়া জেলার অন্তর্গত এ দর্শনায় স্থাপন করা হয়। ১৯৬৮ সনে ইংরেজরা এ দেশ ছেড়ে যাওয়ার পর কেরু এ্যান্ড কোম্পানী (পাকিস্তান) লি. এর স্থলে ব্যবস্থাপনা দায়িত্ব ইপিআইডিসি’র উপর ন্যস্ত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। তখন থেকে অদ্যাবধি এটি কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লি. নামে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে।  

২০২২-২৩ অর্থবছরে কেরু এন্ড কো¤পানী বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে সর্বোচ্চ ১৪৫ কোটি টাকা। এ বছর রাজস্বের পরিমান দাঁড়াবে প্রায় ২০০ কোটি। কেরু এ্যান্ড কোম্পানীর ৬টি ইউনিটের মধ্যে ৫ টি ইউনিট- ডিস্টিলারী, জৈব সার কারখানা, বানিজ্যিক খামার, পরীক্ষামুলক খামার, ফার্মাসিটিক্যাল- আয়কর বাদে ২০২৩-২৪ অর্থবছরে ১১২ কোটি ৭ লাখ টাকা মুনাফা করেছে । কেবলমাত্র চিনিকল ৬১ কোটি ৭ লাখ টাকা লোকসানে রয়েছে।

Header Ad
Header Ad

নোয়াখালী বিভাগ চাই; দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

আয়তন-ইতিহাস, ঐতিহ্য, ট্যাক্স ও র‍্যেমিট্যান্সে এগিয়ে থাকা বৃহত্তর নোয়াখালীকে বঞ্চিত করে কুমিল্লাকে বিভাগ করা হলে নোয়াখালীর উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী আজীবন সুবিধাবঞ্চিত থেকে যাবে দাবি করে মানববন্ধন করেন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের নামার বাজারে সম্মিলিত নিঝুমদ্বীপবাসী আয়োজনে নোয়াখালীকে বিভাগ ও হাতিয়াকে জেলা হিসেবে ঘোষণার দাবিতে মনববন্ধন কালে এ কথা বলেন।

বক্তারা বলেন, নোয়াখালী অঞ্চলের রয়েছে অনেক পুরোনো সংস্কৃতি, তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে আমরা নোয়াখালী বিভাগ চাই। খুলনা থেকে নোয়াখালী আয়তনে বড় তবুও এটাকে বিভাগ দেওয়া হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটাই করবো।

নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা নোয়াখালী বিভাগ চাই এবং হাতিয়া জেলা চাই। বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু নোয়াখালীর। আর নোয়াখালীকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন তার সব নোয়াখালীর আছে।

জামসেদ নামে আরেক বাসিন্দা বলেন, হাতিয়া উপজেলা অন্যান্য জেলার থেকে অনেক বড়। নতুন নতুন চর জেগে উঠার মাধ্যমে দিন দিন আয়তন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু উন্নয়নের দিক দিয়ে হাতিয়া অবহেলিত আছে। তাই হাতিয়াকে জেলা চাই এবং নোয়াখালীকে বিভাগ চাই।

বাবলু নামের আরেক বাসিন্দা বলেন, ভৌগোলিক অবস্থান, নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনী জেলার আয়তন, জনসংখ্যা, মেঘনার বুকে প্রতি বছর বিশাল ভূখণ্ডের সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে নোয়াখালীকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরও বেশি। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।

মানবন্ধনে নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Header Ad
Header Ad

নওগাঁয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জীবনকে ভালো বাসুন মাদক থেকে দূরে থাকুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে।

খেলায় নওগাঁ পৌরসভা একাদশ বনাম নওগাঁ সদর উপজেলা একাদশ অংশ গ্রহন করেন। খেলায় নওগাঁ সদর উপজেলা একাদশ ২-০ গোলে জয়লাভ করে।

খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁ এর আয়োজন করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক লোকমান হোসেন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কুতুব উদ্দিন, নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার এস.এম. রবিন শীষ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, সাবেক ফুটবলার এনামুল হক ,আজাদ হোসেন মো. সাজ্জু, শামীনূর রহমান শামীম প্রমূখ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সারাদেশের ন্যায় নওগাঁতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যুবকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখেনা, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৬১ কোটি টাকা লোকসান; আবারও মাড়াই মওসুম শুরু হচ্ছে কেরুর  
নোয়াখালী বিভাগ চাই; দাবিতে মানববন্ধন
নওগাঁয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উপদেষ্টা মাহফুজের ফেইসবুক পোস্টে ভারতের ‘তীব্র প্রতিবাদ’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আ’লীগ নেতা
যমুনা রেল সেতু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমে উদ্বোধন: রেল সচিব
টাঙ্গাইলে গ্রামীণ ‘নারীদের রান্নার প্রতিযোগিতা’ 
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই
হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারেরও বেশি হত্যাকাণ্ড
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাগিনীরা
জামদানি শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরলেন জয়া আহসান
ভারতের আদালতে জামিন পেলেন পি কে হালদার
ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনায় প্রস্তুত পুতিন
জামালপুরে জামাই মেলা জমে উঠেছে
৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ৬ দফা দাবি