হঠাৎ খিঁচুনিতে তরুণীর মৃত্যু, পুলিশ হেফাজতে সাবেক ও বর্তমান প্রেমিক
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগের একটি বাসায় রোকসানা আক্তার রুহি (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার সাবেক ও বর্তমান প্রেমিকসহ ৩ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগ কালুনগর তার এক বন্ধুর বাসা থেকে ওই তরুণীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, রোকসানা আক্তার রুহি (১৮) নামে সেই তরুণী বিভিন্ন ক্লাবে নাচ, গান করত।
তাকে হাসপাতালে নিয়ে আসা আরমান জানায়, সে নিজে হাজারীবাগ কালুনগর পানির পাম্পের পাশে একটি বাড়ির ৩য় তলায় থাকে। বন্ধু রিফাতের সঙ্গে ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক রয়েছে রুহির। ফোনে রিফাতকে না পেয়ে সকালে রুহি হাজারীবাগে আমার বাসায় আসে। এবং রিফাতকে ফোনে কল করে ডেকে তার বাসায় আনতে বলে। রুহির কথা মতো ফোন করে রিফাতকে তার বাসায় ডেকে নিয়ে আসি। রুহি, রিফাতসহ আমরা তিনজন মিলে নাশতা করতে বসি। এ সময় হঠাৎ রুহির খিচুনি শুরু হয়। অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তবে হাসপাতালে রুহিকে নেয়ার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুহির খারাপ অবস্থার খবর পেয়ে হাসপাতালে আসে রুহির সাবেক প্রেমিক নাসির উদ্দিন শায়ন।
রুহির বর্তমান প্রেমিক রিফাত জানায়, রুহি ধানমন্ডি-১৫ তে থাকত। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চড়ুইভিটা গ্রামে। বাবার নাম রবিউল ইসলাম। ঝগড়ার কারণে কয়েক দিন ধরে রুহির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল রিফাত। সকালে আরমানের ফোন পেয়ে তার বাসায় গিয়ে রুহিকে দেখতে পায়। সেখানে গিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও হয়। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রুহি।
এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া তিন যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।