রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বন্ধু
ছবি: সংগৃহীত
রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। নিহত তিন বন্ধুই মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় একজন। এছাড়া অপর দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে জানা গেছে।
নিহতরা হলেন– ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ। নিহত তিনজনই মাহাদুস সুন্নাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নিহত রবিউলের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জে ও জুনায়েদ লক্ষ্মীপুরের।
দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখান আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন মারা যান।
তিনি জানান, এতে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ওমর ফারুক ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান দু’জনই।