মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে এসেছে মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন । ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যোগ দেয় একে একে ৮টি ইউনিট। এর প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২টায়। আমাদের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।