উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি: ঢাকাপ্রকাশ
অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকা। সংগঠনটি উত্তরবঙ্গের ১৮টি জেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকারস বুজবাগ এলাকায় গরীব, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এসময় সংগঠনটির পক্ষ হতে প্রায় শতাধিক অসহায়, ছিন্নমূল, গরিব ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র (কম্বল) পেয়ে অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী লুৎফর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব প্রকৌশলী সবুক্তগীন, শীতবস্ত্র বিতরন উপ কমিটির আহবায়ক ও সহ সভাপতি এ.কে.এম, কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব সাদ সআহমেদ ও এডভোকেট মশিহুর রহমান, প্রচারও জনসংযোগ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহান, সবুজবাগ মুগদা কমিটির সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম।
এসময় সভাপতির বক্তব্যে প্রকৌশলী লুৎফর রহমান বলেন, অসহায়, ছিন্নমূল, গরিব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমাদের এই কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে। আজকের এই কর্মসূচি সফলভাবে পালন করতে পারায় সংগঠনের উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।