হাজারীবাগে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ থানার ৫ নম্বর গেটের সামনে অতিরিক্ত মদ্যপানে মো. সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের ৫ নং গেটের সামনে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি হাজারীবাগের গণকটুলি সিটি কলোনির ৪/১২ নম্বর বাসার মো. চাতুর মিঞার সন্তান।
নিহতের ভাই মো. শফিক বলেন, আমার ভাই হাইকোর্টের ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যার দিকে হাজারীবাগ পাঁচ নম্বর এলাকায় বন্ধুদের নিয়ে মদ্যপানের সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।