রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ ডিসেম্বর) ৯টা ৩৫ মিনিটে কলোনি বাজার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ারা সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, এদিন সন্ধ্যায় রাজধানীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমাদের কাছে নাশকতা মনে হয়নি। ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে চটের বস্তাটি রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের সাইলেন্সার পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছে।
তিনি বলেন, আগুনের বিষয়টি টের পেয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে মোট ২৮৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে বাস ১৭৫টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৯টি গাড়ি রয়েছে।