রাজধানীর ‘তিনশ ফিটে’ পুলিশের যৌথ অভিযান
ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িল-পূর্বাচল সড়কের ‘তিনশ ফিট’ এলাকায় পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে এ অভিযান শুরু হয়।
ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ উদ্যোগে রাজধানীর তিনশো ফিট এলাকায় ট্রাফিক অভিযান চলছে।
ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিকেল ৫টা থেকে শুরু হয়ে এ অভিযান এখন থেকে চলবে গভীর রাত পর্যন্ত। অভিযানে ওভার স্পিড, উল্টো পথে চলাসহ অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে প্রতিদিন এ অভিযান চলবে।
পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করেছেন এ পথ দিয়ে যাতায়াতকারীরা। তারা বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। এজন্য ট্রাফিক বিভাগ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সদিচ্ছা থাকলে এটা সারা দেশেই করা সম্ভব। আশাকরি ট্রাফিক বিভাগ দেশের সকল শহর গুলোতে একই পদক্ষেপ নেবে।
গুলশান ট্রাফিক বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজুর রহমান বলেন, বিকেল থেকে শুরু হওয়া অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করায় ১৩টি মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৪টি মোটরসাইকেল ও কার রেকার করা হয়েছে। প্রায় দুই শ গাড়িকে ওভার স্পিড নিয়ন্ত্রণ করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।