হরতাল শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন
রাজধানীতে তিন বাসে আগুন। ছবি: সংগৃহীত
রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগের দিন শনিবার বাসে রাজধানীর আগারগাঁও, গুলিস্তান ও মেয়র হানিফ ফ্লাইওভারে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগারগাওয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। গুলিস্থানে টোল প্লাজার সামনে সন্ধ্যা ৭টা ৪০মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সেখানে গেছে।
তিনি আরও বলেন, রাত ৭টা ৩৬মিনিটে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
উল্লেখ্য, আগামীকাল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগের দিন শনিবার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।