রাজধানী বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের

রাজধানীর মহাখালী ওয়্যারলেস ও টিভি গেট, পূর্ব রাজাবাজার, কাজলা, মগবাজার, সিদ্ধেশ্বরী এলাকায় প্রচুর গ্যাস লিকেজের দাবি করেছেন এসব এলাকার বাসিন্দারা। এলাকার মসজিদগুলোয় মাইকিং করে চুলা বা আগুন না জ্বালানোর জন্য বলা হচ্ছে।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এ বিষয়টি লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।
মহাখালী টিভি গেট এলাকার চ ব্লকের বাসিন্দা আশরাফ আবেদীন ঢাকাপ্রকাশ-কে বলেন, বাসায় ফেরার পথে এলাকার মোড়ে ঢুকেই গ্যাস লিকেজের তীব্র গন্ধ পাই। কয়েকজন বন্ধুবান্ধবকে ফোন দিয়েও একই খবর পাই। চারপাশে যে হারে আগুন লাগছে তাতে বড় ধরনের দুর্ঘটনার ভয় পাচ্ছি।
তবে নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে তিতাস। তিতাসের মহা ব্যবস্থাপক (জিএম অপারেশন) সেলিম জানান, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গ্যাসের গন্ধ বাইরে আসছে৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শেয়ার দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ লিখেছেন, 'ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাবার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।'
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে আমরা ফোনকল পেয়েছি। তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেছে, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার এলাকায় গ্যাস লিক হচ্ছে। রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, জিগাতলা, ধানমণ্ডি, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় এই অবস্থা।
তিনি বলেন, আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় হুট করে এই লিকেজ হয়েছে। তারা লিকেজগুলো শনাক্ত করে গ্যাসের লাইন ঠিক করার চেষ্টা চালাচ্ছেন।
কেএম/এএস
