ঈদের ছুটি শেষে রাস্তায় বেড়েছে গাড়ির চাপ

ঈদুল ফিতরের ছুটি শেষে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী। টানা চার দিনের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) খুলেছে সরকারি অফিস-আদালতসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি একটু দেরিতে হওয়ায় তারা দু-এক দিন পরে ঢাকায় ফিরবেন। তবে আজ থেকে ঢাকায় ফিরতি মানুষের বেশ চাপ পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে।
ট্রাফিক পুলিশ বলছেন, ঈদের আগের দিন থেকে গতকাল পর্যন্ত রাস্তায় গাড়ির চাপ কম ছিল। আজ ঢাকা ঘরে ফেরা মানুষ প্রবেশ করছে এজন্য কিছু কিছু সড়কে গাড়ির চাপ বেড়েছে।
ছুটিতে ঝিমিয়ে পড়া ঢাকার নগরজীবন সকাল থেকে আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সকাল থেকে নগরের বিভিন্ন পেশাজীবী ছুটেছেন নিজ নিজ কর্মস্থলের দিকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ছুটেছে নানা বয়সী শিক্ষার্থী। রাজপথসহ বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। এ জটের বিড়ম্বনা গত কয়েকদিনের তুলনায় আজ বেশি।
শহরের কেন্দ্রস্থলের প্রবেশমুখে যানজটের তীব্রতা ছিল তুলনামূলকভাবে বেশি। বেলা গড়ার সঙ্গে সঙ্গে সেই ঢেউ এসে পড়ে অফিসপাড়াগুলোয়। বাসস্ট্যান্ডগুলোতে এখনো গ্রাম থেকে মানুষজনকে ঢাকায় ফিরতে দেখা গেছে।
কাওরান বজারে ট্রাফিকের সার্জেন্ট মনজুরুল বলেন, ঈদের আগের দিন থেকে গতকাল পর্যন্ত কাওরান বাজরের রাস্তায় গাড়ির চাপ কম ছিল। আজ এই সড়কে গাড়ির চাপ বেড়েছে।
শাহাবাগে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সোয়েব বলেন, কালকের তুলনায় আজ রাস্তায় অনেকটা মানুষ এবং গাড়ির চাপ রয়েছে।
আজিমপুরে কথা হয় পথচারী পলাশের সঙ্গে। তিনি বলেন, গতকয়েক দিনের তুলনায় আজ সড়কে অনেকটা গাড়ির চাপ রয়েছে। কয়েকদিন গাড়ি পাওয়া যায়নি।
বাংলামটরের পথযাত্রী কামাল বলেন, পঙ্গু হাসপাতালে যাচ্ছি। গতকাল বাস না পেয়ে সিএনজিতে গিয়েছে। আজ রাস্তায় অনেক গাড়ি দেখা যাচ্ছে। বাসে করে গন্তব্যে যেতে পারব মনে হচ্ছে।
উল্লেখ্য, এবার পবিত্র ঈদুল ফিতরে গত ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনে রাজধানী শহর ঢাকা ছেড়েছেন এক কোটির উপরে সিম ব্যবহারকারী মানুষ। এ হিসাবে গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি। রবিবার (২৩ এপ্রিল) বিকেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
কেএম/এসএন
