ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের ছুটি শেষে এবার ঢাকা মুখি হচ্ছেন কর্মজীবীরা। রবিবার (২৩ এপ্রিল) বিকাল থেকে রাজধানীতে ফিরেতে শুরু করেছেন তারা।
গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে গত ২০ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হয়। আজ সোমবার সরকারি-বেসরকারি অফিস আদালত খুলছে।
প্রথম কর্মদিবস হলেও কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত ছুটি নেওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠানে এখনো ঈদের আমেজই চলছে। অনেকিই এখনো বাড়ি থেকে ফিরেননি।
গাবতলী টার্মিনাল দিয়ে ঢাকায় এসেছেন ধলা মিয়া। তিনি বলেন, ঈদ তো ভালোই কাটালাম, এবার কর্মস্থলে ফেরার পালা। কাল থেকে অফিস করতে হবে।
কাওরান ট্রাস্ট ব্যাংকের শাহিন আহমেদ বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল। আজ ভোরে ঢাকায় এসে পৌঁছেছি। এখন অফিসে পৌঁছালাম।
মগবাজার বিসিএল এর গাড়িচালক আব্দুর রহিম বলেন, গতকাল ঈদের ছুটি শেষ হয়ছে। পরিবার গ্রামে রেখে সকালে ঢাকায় এসে অফিস শুরু করেছি। স্যারকে নামিয়ে দিয়ে গাড়ির মধ্যে ঘুম দিচ্ছি।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরাফাত বলেন, আমাদের ছুটি শুরু হয়েছিল ঈদের আগের দিন থেকে। পরে অতিরিক্ত আরও ৩ দিন ছুটি নেওয়া হয়েছে। অফিস কাল থেকে শুরু হবে এজন্য আগেই চলে এসেছি।
আজ সকালে কমলাপুর স্টেশন থেকে ঢাকায় এসেছেন নোমান। তিনি বলেন, ঈদের ছুটি শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। কাল থেকে আমার অফিস খোলা এজন্য আগেভাগেই চলে এলাম।
সদরঘাট দিয়ে বরিশাল থেকে ঢাকায় এসেছেন আমিনুল মিয়া। তিনি বলেন, আমি সরকারি চাকরি করি। আমাাদের আজ থেকে অফিস চলে। বড় স্যারকে ম্যানেজ করে আজও ছুটি কাটালাম। যেহেতু সকালে ঢাকায় পৌঁছায় এজন্য আজ আর অফিসে যেতে ভালো লাগছে না।
এবার পবিত্র ঈদুল ফিতরে গত ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চার দিনে রাজধানী শহর ঢাকা ছেড়েছেন এক কোটির বেশি সিম ব্যবহারকারী মানুষ। এ হিসাবে গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি। রবিবার (২৩ এপ্রিল) বিকেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
কেএম/এসএন
