ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন প্রায় কোটি মানুষ। এবার যান্ত্রিক জীবনে ফেরার পালা। ৫ দিনের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে রবিবার (২৩ এপ্রিল) ঈদের ছুটির শেষ দিন বিকাল থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।
সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলছে অফিস-আদালত। আগের সূচিতে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। নদীপথে যাতায়াত অপেক্ষাকৃত কম। পদ্মা সেতুর কারণে এবার নৌরুটের প্রাধান্য কমেছে। সড়কেও নেই খুব একটা ভোগান্তি।
রাজধানী ঢাকায় প্রায় দুই কোটি লোকের বসবাস। লাখ লাখ কর্মজীবী এবং শিক্ষার্থীর স্থায়ী বসবাস এই শহরে। পাশাপাশি বিভিন্ন কাজে মানুষের আসা-যাওয়া নিত্যদিনের।
তথ্য মতে জানা যায়, এবার ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। কেউ কেউ অবশ্য এই ছুটির সঙ্গে বাড়তি ছুটিও নিয়েছেন। যারা বাড়তি ছুটি নিতে পারেননি, তারা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব আনন্দে কয়েকটা দিন কাটিয়ে প্রিয় স্মৃতিগুলোকে সঙ্গী করে ঢাকায় ফিরতে শুরু করেছেন।
বিকালে কমলাপুর স্টেশন দিয়ে কুমিল্লা থেকে আসা রেলের যাত্রী সচিবালয়ের অফিস সহকারী পদে কর্মরত ফিরোজ আহমেদ বলেন, কাল সরকারি অফিস খুলবে এজন্য আগেভাগেই চলে আসলাম।
রাজবাড়ী থেকে গাবতলী দিয়ে ঢাকায় এসেছেন সোহাগ রানা। তিনি বলেন, কাল থেকে অফিস আদালত খুলবে। হাইকোর্টে খুব ছোট পদে চাকুরি করি। চাকুরির বয়স ২ বছরের মত। আগামীকাল এসে অফিস করা সম্ভব হয় এজন্য আজই চলে আসলাম।
সদরঘাট লঞ্চ টার্মিনালে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আসিক হোসেন। তিনি বলেন, কয়েকদিন পর আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা এজন্য তাড়াহুড়ো করে চলে এলাম।
পদ্ম সেতু দিয়ে ঢাকায় এসেছেন মনিরুল ইসলাম। মনিরুল বলেন, বাংকে চাকুরি করে কি বেশি দিন ছুটি কাটানো যায়? এমনিতেই একদিন আগেই পরিবার নিয়ে চলে গিয়েছি একদিন আগে না আসলে তো চাকরি থাকবে না।
উল্লেখ্য, এবার ঈদুল ফিতর উপলক্ষে ও শবে কদর মিলিয়ে সরকারি ছুটি ছিল মোট ৫ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ।
কেএম/এএস